
নয়াদিল্লি: বিহারের বিশেষ এবং নিবিড় পরিমার্জনের মামলায় সুপ্রিম-প্রশ্নের মুখে রাজনৈতিক দলগুলি। তাদের নিস্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুললেন বিচারপতি। শুক্রবার বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে চলছিল এই মামলার শুনানি। সেখানেই রাজনৈতিক দলগুলির দিকে প্রশ্ন ছুড়ে দেয় আদালত।
বিচারপতি বলেন, “রাজনৈতিক দল ও তাদের বুথ লেভেল এজেন্ট বা বিএলএ-রা কেন নিস্ক্রিয়? স্থানীয় নেতাদের সঙ্গে মানুষের দূরত্ব এতটা?” কিন্তু হঠাৎ করে এই বিএলএ-দের নিয়ে টানাটানি কেন? এর নেপথ্যেও রয়েছে কমিশনই।
শুনানি চলাকালীন কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদী একটি পরিসংখ্যান তুলে বলেন, “বিহারে আঞ্চলিক ও জাতীয় দলগুলিকে মিলিয়ে মোট ১ লক্ষ ৬০ হাজার বিএলএ বা বুথ লেভেল এজেন্ট রয়েছেন। যাদের প্রায় ৯০ হাজার বুথে নিযুক্ত করা রয়েছে। কিন্তু এদের মধ্যে কেউই সুপ্রিম কোর্টে দ্বারস্থ হননি।”
আদালতে বিহারের প্রধান বিরোধী দল আরজেডির হয়ে সওয়াল করছেন আইনজীবী কপিল সিব্বল। অন্যদিকে আরও সাতটি রাজনৈতিক দল, যাদের মধ্যে তৃণমূলও রয়েছে,তাদের হয়ে সওয়াল করছেন অভিষেক মনু সিংভি। কিন্তু এরা প্রত্য়েকে ‘সাংসদদের হয়ে এসেছেন’, কোনও ‘রাজনৈতিক দলের হয়ে নয়’, বলেই দাবি করেন কমিশনের আইনজীবী।
কমিশনের আরও দাবি, ‘সব থানা, পঞ্চায়েত এলাকা এবং এজেন্টদের বাদ পড়াদের তালিকা প্রদান করা হয়েছে। কিন্তু তারপরেও কোনও রাজনৈতিক দলের তরফে কেউ সুপ্রিম কোর্টে অভিযোগ জমা দেননি। আসলে কোনও বৈধ ভোটারেরই নাম বাদ পড়েনি। মামলাকারীরা ভিত্তিহীন গল্প সাজাচ্ছেন। আদালতের কাছে আমাদের আর্জি কমিশনকে সময় দেওয়া হোক, আস্থা রাখা হোক।’
মামলার পরবর্তী শুনানি ৮ই সেপ্টেম্বর।