Supreme Court on Pegasus: পেগাসাস ব্যবহার করতে পারে সরকার, কার বিরুদ্ধে প্রশ্ন সেটাই: সুপ্রিম কোর্ট

Supreme Court on Pegasus: দ্বিবেদীর বক্তব্যকে ধরে বিচারপতি সূর্যকান্তের পর্যবেক্ষণ, 'সরকার যদি এই স্পাইওয়্যার ব্যবহারও করে, তাহলে সমস্যাটা কোথায়? স্পাইওয়্যার রাখায় কোনও সমস্যা নেই। কিন্তু কার বিরুদ্ধে এটা ব্য়বহার হচ্ছে, সেই প্রশ্নের। আমরা কোনও মতেই দেশের নিরাপত্তাকে সঙ্কটে ফেলতে পারি না।'

Supreme Court on Pegasus: পেগাসাস ব্যবহার করতে পারে সরকার, কার বিরুদ্ধে প্রশ্ন সেটাই: সুপ্রিম কোর্ট
সুপ্রিম কোর্টImage Credit source: Getty Image

|

Apr 29, 2025 | 2:33 PM

নয়াদিল্লি: দেশের নিরাপত্তার স্বার্থে পেগাসাস স্পাইওয়্যার রাখা ভুল নয়। কিন্তু কার বিরুদ্ধে এবং কীভাবে তা ব্যবহার করা হচ্ছে, আসল উদ্বেগ সেটাকে নিয়েই। বুধবার ২০২১ সালে পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার প্রসঙ্গে জমা পড়া রিট পিটিশনের শুনানিতে এমনটা বলল সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ।

এদিন বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি এন কটিশ্বর সিংয়ের বেঞ্চে চলছিল এই মামলার শুনানি। সেখানেই এমন পর্যবেক্ষণ শীর্ষ আদালতের বিচারপতিদের। ‘লাইভ ল’-এর একটি প্রতিবেদন অনুযায়ী, বুধের পেগাসাস শুনানি চলাকালীন মামলাকারীদের হয়ে আইনজীবী দীনেশ দ্বিবেদী বেঞ্চকে জানান, পেগাসাস স্পাইওয়্যার নিয়ে কেন্দ্র সরকার কিনেছে বা কেনেনি, সেটা আমাদের সমস্যা নয়। আমার মামলাকারীদের অভিযোগ, কেন্দ্রের কাছে যদি সত্যিই এটা থাকে, তবে তাদের এটা ব্যবহার থেকে নিয়ন্ত্রণ করার মতো কেউ নেই।

দ্বিবেদীর বক্তব্যকে ধরে বিচারপতি সূর্যকান্তের পর্যবেক্ষণ, ‘সরকার যদি এই স্পাইওয়্যার ব্যবহারও করে, তাহলে সমস্যাটা কোথায়? স্পাইওয়্যার রাখায় কোনও সমস্যা নেই। কিন্তু কার বিরুদ্ধে এটা ব্য়বহার হচ্ছে, সেই প্রশ্নের। আমরা কোনও মতেই দেশের নিরাপত্তাকে সঙ্কটে ফেলতে পারি না।’

শুনানি চলাকালীন কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, ‘জঙ্গিদের গোপনীয়তা রক্ষার কোনও অধিকার নেই।’ অন্যদিকে, আরও এক মামলাকারীদের তরফে কপিল সিব্বল আমেরিকার ডিস্ট্রিক্ট আদালতের রায় তুলে ধরে বলেন, ‘ওদের আদালত আগেই বলেছিল, ভারত অন্যতম যেখানে পেগাসাস ব্য়বহার দেখা গিয়েছে।’ প্রসঙ্গত, ২০২১ সালে অভিযোগ ওঠে ইজরায়েলি স্পাইওয়্যার পেগাসাস ব্যবহার করে বিরোধী দলগুলির নেতা-নেত্রী, একাধিক সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তি ফোনে আড়ি পাতছে কেন্দ্র। সেই অভিযোগের ভিত্তিতেই পরবর্তীতে সুপ্রিম কোর্টে দায়ের হন একাংশ। যার শুনানি ছিল বুধবারেই।