Supreme Court : ‘বিচারব্যবস্থাকে ভাষণ দেবেন না…,’ স্বরাষ্ট্র মন্ত্রককে এক্তিয়ার বোঝালো সুপ্রিম কোর্ট

Supreme Court : আবু সালেমের মামলা ঘিরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে কড়া ভাষায় ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। আবু সালেম মামলায় এই নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রককে নিজের এক্তিয়ার স্পষ্ট করে বুঝিয়ে দিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি।

Supreme Court : 'বিচারব্যবস্থাকে ভাষণ দেবেন না...,' স্বরাষ্ট্র মন্ত্রককে এক্তিয়ার বোঝালো সুপ্রিম কোর্ট
ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Apr 21, 2022 | 7:40 PM

নয়া দিল্লি : আবু সালেমের মামলা ঘিরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে কড়া ভাষায় ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। মন্ত্রকের এক্তিয়ারও বুঝিয়ে দিল সুপ্রিম কোর্টের আইনজীবী। গ্যাংস্টার আবু সালেমের যাবজ্জীবন কারাদণ্ডের মামলা ঘিরেই এই ঘটনার সূত্রপাত। আবু সালেমের মামলা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের হলফনামার জবাবে সুপ্রিম কোর্টের আইনজীবী এসকে কউল বলেছেন, “বিচারব্যবস্থাকে ভাষণ দেবেন না। আপনাদের যা সিদ্ধান্ত নেওয়া উচিত সেই বিষয়ে আমাদের সিদ্ধান্ত নিতে বললে আমরা তা নরমভাবে নিই না।” আইনজীবীর আরও সংযোজন, “এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদেরকে বলার কোনও এক্তিয়ার নেই স্বরাষ্ট্র সচিবের।” সুপ্রিম কোর্ট এদিন আরও বলেছে যে, কেন্দ্রকে আরও স্পষ্টভাবে জানাতে হবে তারা কী বলতে চায়।

উল্লেখ্য, ১৯৯৩ সালে মুম্বইতে একাধিক বোমা হামলার ঘটনায় দোষী সাব্যস্ত হন আবু সালেম। ১৯৯৩ সালের বোমা হামলার আগে গুজরাট থেকে মুম্বইতে অস্ত্র পাঠিয়েছিলেন আবু সালেম। এই ২০১৭ সালে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়। সেই সময় ২০০২ সালের ১৭ ডিসেম্বর তৎকালীন ডেপুটি প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণী পোর্তুগাল সরকারকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আবু সালেমকে যেই সাজাই দেওয়া হোক না কেন তা ২৫ বছরের বেশি হবে না। সেই সূত্র ধরেই ২৫ বছর পর আবু সালেম মুক্তি পাবে কিনা তা নিয়েই আবু সালেম আবেদন করে। এই মামলারই শুনানি হচ্ছিল বিচারপতি সঞ্জয় কিষাণ কউল ও এমএম সুন্দরেশের বেঞ্চে। ২৫ বছর জেল খাটার পর তাকে মুক্তি দেওয়া হবে কিনা সেই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লার কাছ থেকে হলফনামা চেয়েছিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে দেওয়া সেই হলফনামাতেই স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বলা হয়েছিল যে, আবু সালেমের মামলায় সরকারের তরফে কোনও সিদ্ধান্ত নেওয়ার জন্য এটা সঠিক সময় নয়। এবং এই নিয়ে সুপ্রিম কোর্টের যদি কোনও সিদ্ধান্ত নেওয়ার থাকে তা তারা করতে পারে।

স্বরাষ্ট্র মন্ত্রকের এই হলফনামা পেয়েই ক্ষিপ্ত সুপ্রিম কোর্টের বিচারপতিরা। সুপ্রিম কোর্টের বিচারপতি এস কে কউল স্পষ্টভাবে বলেছেন, “স্বরাষ্ট্র মন্ত্রকের হলফনামায় থাকা ‘উপযুক্ত সময়ে আমরা সিদ্ধান্ত নেব’ এই বাক্য়টি আমাদের পছন্দ হয়নি।” উল্লেখ্য, হলফনামায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা বলেছেন, “২০০২ সালে ১৭ ডিসেম্বর করা প্রতিশ্রুতি মানতে বাধ্য ভারত সরকার। যে ২৫ বছরের নিশ্চয়তা দেওয়া হয়েছিল তা যথা সময়ে ভারত সরকারের তরফে মানা হবে এবং সেই উদ্দেশে যে সমাধান পাওয়া যাবে তা দেখা হবে।” স্বরাষ্ট্র মন্ত্রকের এই হলফনামাতেই ক্ষুণ্ণ হয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি।

আরও পড়ুন : Prashant Kishor Joining Congress : অবশেষে ‘ডুবে যাওয়া’ কংগ্রেসে যোগ দিচ্ছেন পিকে!