Prashant Kishor Joining Congress : অবশেষে ‘ডুবে যাওয়া’ কংগ্রেসে যোগ দিচ্ছেন পিকে!
Prashant Kishor : আগামী দুই থেকে চারদিনের মধ্যে কংগ্রেসে যোগ দিচ্ছেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। গত কয়েকদিন ধরেই রাজনৈতিক মহলে জল্পনা চলছিল তাঁর কংগ্রেসে যোগদান নিয়ে।
নয়া দিল্লি : অবশেষে গ্র্যান্ড ওল্ড পার্টি তে যোগদান করতে পারেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। সংবাদ সংস্থা এএনআই অনুযায়ী পিকের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে আগামী দুই থেকে চারদিনের মধ্য়েই কংগ্রেসে যোগ দিতে পারেন তিনি। গত কয়েকদিন ধরেই পিকে-র কংগ্রেসে যোগদান নিয়ে রাজনৈতিক মহলে চাপা উত্তেজনা চলছিল। এই উত্তেজনার পারদ আরও চড়ে যখন গত চারদিনে তিনবার সনিয়া গান্ধীর সঙ্গে বৈঠকে করেন প্রশান্ত কিশোর।
কংগ্রেসে যোগদান নিয়ে আগামিকাল সনিয়া গান্ধীর সঙ্গে প্রশান্তের পুনরায় আলোচনা হবে বলে সূ্ত্রের খবর। সেই বৈঠকে উপস্থিত থাকবেন কংগ্রেসের প্রাক্তন প্রধান রাহুল গান্ধী ও কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বঢড়া। উল্লেখ্য, গত শনিবার কংগ্রেসের সভাপতি সনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করেন ভোটকুশলী। সেই বৈঠকে সভানেত্রী ও কংগ্রেসের অন্যান্য বরিষ্ঠ নেতাদের সামনে আগামী নির্বাচনে কংগ্রেসের কী করণীয় তা নিয়ে প্রস্তাব রাখেন পিকে। পিকে-র পরামর্শ কংগ্রেসের জন্য কতটা প্রয়োজনীয় তা খতিয়ে দেখার জন্য কংগ্রেসের অন্দরে একটি দল গঠন করা হয়েছে। সেই দলকে এক সপ্তাহের মধ্যে এই সংক্রান্ত রিপোর্ট দিতেও বলা হয়েছে। এর পাশাপাশি কংগ্রেস সূত্র জানিয়েছিল, প্রশান্ত কিশোরকে দলে যোগ দেওয়ারও প্রস্তাব দেওয়া হয়েছে। এইবার কংগ্রেসের সেই প্রস্তাবে সম্মতি জানিয়ে কংগ্রেসে যোগ দিতে চলেছেন পিকে।
Prashant Kishor likely to join Congress in next few days: Sources
Read @ANI Story | https://t.co/iQ2CZ0q5Wc#Congress #PrashantKishor pic.twitter.com/5uMbvxXVfW
— ANI Digital (@ani_digital) April 21, 2022
এদিকে প্রশান্ত কিশোরের কংগ্রেসে যোগদান নিয়ে সর্বশেষ সিদ্ধান্ত সনিয়া গান্ধীই নেবেন বলে জানা গিয়েছিল। সংবাদ সংস্থা এএনআই অনুযায়ী সূত্র জানিয়েছে, “কংগ্রেসের সভানেত্রীর তৈরি করা কমিটির কোনও সিদ্ধান্ত শোনা হবে না কিশোরের দলে যোগদান নিয়ে। দলের বাকিরা প্রেজেন্টেশনের কিছু অংশ দেখেছে শুধু। ৬০০ স্লাইডের একটি প্রেজেন্টেশন কিশোর কংগ্রেসকে জমা দিয়েছেন। কেউ সেই প্রেজেন্টেশনের পুরোটা দেখেননি।” গত ৫ রাজ্যে কংগ্রেসের ভরাডুবির পর নতুন করে ঢেলে সংগঠন সাজাতে মরিয়া কংগ্রেস। সেই আবহে ভোটকুশলী প্রশান্ত কিশোরের সঙ্গে একাধিক বৈঠকও হয় কংগ্রেসের। সূত্র মারফত জানা গিয়েছে, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেসের ঘুরে দাঁড়াতে ৩৭০ টি আসনে কংগ্রেসকে একা লড়ার পরামর্শ দিয়েছেন তিনি। এর মধ্য়ে রয়েছে উত্তর প্রদেশ, বিহার ও ওড়িশা। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু ও মহারাষ্ট্রতে জোট গড়ে প্রতিদ্বন্দ্বিতা করতে বলা হয়েছে। জানা গিয়েছে রাহুল গান্ধী এই প্রস্তাবে রাজি হয়েছেন। তবের দলের সিদ্ধান্ত এখনও পর্যন্ত সামনে আসেনি।