Supreme Court: ‘সব ব্যক্তিগত সম্পত্তি ব্যবহার করতে পারে না সরকার’, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের

Nov 05, 2024 | 1:44 PM

Supreme Court: সংবিধানের ৩৯বি-অনুসারে সরকার যে কোনও সম্পত্তি 'মেটিরিয়াল রিসোর্স' হিসেবে অধিগ্রহণ করতে পারে, যাতে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার কাজে লাগানো যায়।t

Supreme Court: সব ব্যক্তিগত সম্পত্তি ব্যবহার করতে পারে না সরকার, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
ফাইল চিত্র।
Image Credit source: PTI

Follow Us

নয়া দিল্লি: নাগরিকদের সম্পত্তির অধিকার নিয়ে ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার শীর্ষ আদালতের ৯ বিচারপতির বেঞ্চ এই রায় ঘোষণা করেছে। শীর্ষ আদালত রায়ে স্পষ্ট করে দিয়েছে, সব ব্যক্তিগত সম্পত্তি সরকার ব্যবহার করতে পারে না। সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার জন্যও সব সম্পত্তি সরকার অধিগ্রহণ করতে পারে না বলে উল্লেখ করা হয়েছে।

প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ছাড়া ৯ বিচারপতির বেঞ্চে ছিলেন বিচারপতি বি ভি নাগারত্ন, বিচারপতি সুধাংশু ধুলিয়া, বিচারপতি হৃষিকেশ রায়, বিচারপতি জে বি পর্দিওয়ালা, বিচারপতি মনোজ মিশ্র, বিচারপতি রাজেশ বিন্দল, বিচারপতি এসসি শর্মা ও বিচারপতি এজি মাসিহ।

সংবিধানের ৩৯বি-অনুসারে সরকার যে কোনও সম্পত্তি ‘মেটিরিয়াল রিসোর্স’ হিসেবে অধিগ্রহণ করতে পারে, যাতে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার কাজে লাগানো যায়। এদিন রায় ঘোষণা করতে গিয়ে সেই অনুচ্ছেদের কথা উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, “৩৯বি অনুযায়ী ব্যক্তিগত সম্পত্তিও কি মেটিরিয়াল রিসোর্সের মধ্যে পড়ে? এর উত্তর হ্যাঁ হলেও শীর্ষ আদালতের রায় হল, সব ব্যক্তিগত সম্পত্তি সর্বসাধারণের প্রয়োজনের জন্য ব্যবহার করা যায় না।” তবে, কিছু কিছু ফ্যাক্টরের ওপর নির্ভর করবে সম্পত্ত অধিগ্রহণ করা যাবে কি না।

এর আগে ১৯৭৭ সুপ্রিম কোর্টের সালে সাত বিচারপতির বেঞ্চের রায় ছিল, সব ব্যক্তিগত সম্পত্তি সর্বসাধারণের জন্য ব্যবহার করা যাবে না। তবে ওই বেঞ্চের বিচারপতি কৃষ্ণ আইয়ারের বক্তব্য ছিল, সংবিধানের ৩৯বি অনুচ্ছেদ অনুযায়ী, সরকারি ও ব্যক্তিগত সম্পত্তি মেটেরিয়াল রিসোর্সের মধ্যে পড়ে।

Next Article