
নয়াদিল্লি: পলাতক দুই অভিযুক্ত পুলিশকর্মীকে সময়ের মধ্য়ে পাকড়াও করতে না পারলে নিযুক্ত তদন্তকারীদের বিরুদ্ধেও মামলা দায়ের করা হবে। শুক্রবার ঠিক এই ভাষায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং মধ্য় প্রদেশ পুলিশকে সর্তক করল দেশের শীর্ষ আদালত। পাশাপাশি, পলাতক অভিযুক্ত পুলিশ কর্মীদের পাকড়াও করতে বেঁধে দিল ‘ডেডলাইন’ও। একটি পুলিশি হেফাজতে মৃত্যুর ঘটনার মামলায় কড়া নির্দেশ আদালতের।
ঘটনা মধ্য প্রদেশের। গতবছর জুলাই মাসে চুরির অভিযোগে দেবা পারধি নামে এক অভিযুক্ত ও তাঁর কাকাকে গ্রেফতার করে পুলিশ। এরপর হেফাজতে থাকাকালীনই মৃত্যু হয় ওই অভিযুক্তের। অভিযোগ ওঠে মধ্য প্রদেশের দুই পুলিশ কর্মীর বিরুদ্ধে। মামলা শুরু হয় সুপ্রিম কোর্টে। বিচারপতি বিভি নাগারত্ন ও বিচারপতি আর মহাদেবনের ডিভিশন বেঞ্চে গৃহীত হয় মামলা। সুপ্রিম কোর্টের নির্দেশে তদন্তভার যায় সিবিআইয়ের কাঁধে।
যখন একদিকে আইনি স্তরে ওই দুই অভিযুক্ত পুলিশ কর্মীর বিরুদ্ধে চলছে প্রক্রিয়া। সেই আবহেই হঠাৎ করেই উধাও হয়ে যায় তারা। বিভিন্ন সর্বভারতীয় সংবাদমাধ্য়ম সূত্রে খবর, চলতি বছরের এপ্রিল মাস থেকেই পলাতক ওই দুই অভিযুক্ত। কিন্তু এত মাস ধরে তারা উধাও থাকলেও তাদের নিলম্বিত বা সাসপেন্ড করা হয়েছে কয়েক দিন আগেই। আর সেই নিয়ে শুক্রবারের শুনানি পর্বে আদালতের ভর্ৎসনার মুখে পড়ে মধ্য প্রদেশ সরকার। কেন তাঁদের বিরুদ্ধে সময় মতো কোনও ব্যবস্থা নেওয়া হয়নি, প্রশ্ন তোলে শীর্ষ আদালত।
আদালতের পর্যবেক্ষণ, ‘তদন্তে কোনও গতি দেখা যাচ্ছে না। তাই একটা শেষ সুযোগ দেওয়া হল। এক মাসের মধ্যে আদালতের পূর্ববর্তী নির্দেশ অনুয়ায়ী অভিযুক্তদের গ্রেফতার করুন। ৭ অক্টোবর পর্যন্ত তদন্তকারীদের সময় দেওয়া হল।’ আর এই ডেডলাইন যদি ফের অমান্য করা হয়, তা হলে আদালতই তদন্তকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে সাফ জানিয়ে দিয়েছে। বিচারপতিদের নির্দেশ, ‘আমরা জানি কীভাবে কাজ করাতে হয়। সময় মতো গ্রেফতারি না হলে, তদন্তকারীদের বিরুদ্ধেই মামলা দায়ের করা হবে। আপনাদের ফের একবার সুযোগ দেওয়া হচ্ছে।’ পাশাপাশি, ডিজি পুলিশকেও তলব করা হতে পারে বলে সাফ জানিয়ে দিয়েছে আদালত।