Supreme Court on Tribunal Reforms: মোদী সরকারের আইন বাতিল করল সুপ্রিম কোর্ট, কেন?

Supreme Court News: বুধবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গবাই এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চে উঠেছিল এই ট্রাইবুনাল রিফর্ম মামলা। মূলত একটি ট্রাইবুনালে সদস্য নিয়োগ ও তাঁর কার্যকালের মেয়াদ প্রসঙ্গে শুনানি শুরু হয় প্রধান বিচারপতি গবাই নেতৃত্বাধীন বেঞ্চে। বারংবার বারণ করা সত্ত্বেও কেন কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টের নির্দেশকে অগ্রাহ্য করেছে বলে প্রশ্ন করে শীর্ষ আদালত।

Supreme Court on Tribunal Reforms: মোদী সরকারের আইন বাতিল করল সুপ্রিম কোর্ট, কেন?
প্রতীকী ছবি

|

Nov 24, 2025 | 3:46 PM

নয়াদিল্লি: অবসরগ্রহণের দিন চারেক আগে ঐতিহাসিক রায় দিলেন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি বিআর গবাই। বাতিল করে দিলেন ট্রাইবুনাল রিফর্ম অ্যাক্ট। পাশ হওয়ার মাত্র চার বছরের মাথায় বাতিল হয়ে গেল এই আইন। পাশাপাশি, এটিকে ‘অসাংবিধানিক’ বলে কটাক্ষ করলেন প্রধান বিচারপতি বিআর গবাই।। কিন্তু এই শীর্ষ আদালতের এই রায়ের অর্থ কী? কেনই বা বাতিলের মতো পরিস্থিতি তৈরি হল? বুধবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গবাই এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চে উঠেছিল এই ট্রাইবুনাল রিফর্ম মামলা। মূলত একটি ট্রাইবুনালে সদস্য নিয়োগ ও তাঁর কার্যকালের মেয়াদ প্রসঙ্গে শুনানি শুরু হয় প্রধান বিচারপতি গবাই নেতৃত্বাধীন বেঞ্চে। বারংবার বারণ করা সত্ত্বেও কেন কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টের নির্দেশকে অগ্রাহ্য করেছে বলে প্রশ্ন করে শীর্ষ আদালত। প্রধান বিচারপতির বেঞ্চের পর্যবেক্ষণ, ‘আমরা ট্রাইবুনাল রিফর্ম অধ্যাদেশ এবং ট্রাইবুনাল রিফর্ম আইন, এই দুইকেই পাশাপাশি রেখে তুলনা করেছি। তারপর এটা...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন