Supreme Court: জেলে ‘ফাইভ-স্টার ট্রিটমেন্ট’ নয়! কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের

Supreme Court: সেখানেই অভিযুক্তদের জেলে 'ফাইভ-স্টার ট্রিটমেন্ট' যেন না দেওয়া হয় বলেই জেল সুপারকে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। পাশাপাশি, ওই পাঁচ অভিযুক্তের জামিন আবেদন খারিজ করে ডিভিশন বেঞ্চ।

Supreme Court: জেলে ফাইভ-স্টার ট্রিটমেন্ট নয়! কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের
সুপ্রিম কোর্ট Image Credit source: PTI

|

Aug 14, 2025 | 8:47 PM

নয়াদিল্লি: একজন অভিযুক্ত, অভিযুক্তই হন, তার জন্য ‘ফাইভ স্টার ট্রিটমেন্টের’ কোনও প্রয়োজন নেই। বৃহস্পতিবার একটি ‘হাই-প্রোফাইল’ মামলার শুনানি চলাকালীন এমনটাই বললেন বিচারপতিরা।

এদিন রেনুকাস্বামী খুনের মামলায় দেশের শীর্ষ আদালতে জামিনের আবেদন জানিয়েছিলেন কন্নড় অভিনেতা দর্শন-সহ পাঁচ অভিযুক্ত। বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি আর মহাদেবনের বেঞ্চে উঠেছিল সেই জামিন আবেদনের শুনানি। আর সেখানেই অভিযুক্তদের জেলে ‘ফাইভ-স্টার ট্রিটমেন্ট’ যেন না দেওয়া হয় বলেই জেল সুপারকে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। পাশাপাশি, ওই পাঁচ অভিযুক্তের জামিন আবেদন খারিজ করে ডিভিশন বেঞ্চ।

আদালতের পর্যবেক্ষণ, “একজন অভিযুক্ত সে সামাজিক শ্রেণিবিন্যাসে যতই বড় হোক বা যতই ছোট হোক না কেন। সে কখনওই আইনের উপরে নয়। যেমন কেউ আইনের উপরে নয়। ঠিক কেউই আইনের নীচেও নয়।” এরপরেই দর্শন-সহ ওই পাঁচ ‘হাই প্রোফাইল’ অভিযুক্তকে যে জেলে রাখা হয়েছে, তার সুপারকে তীব্র ভর্ৎসনার সুরে বিচারপতিরা বলেন, অভিযুক্তদের কোনও ভাবেই যেন আইনে উপরে উঠতে না দেওয়া হয়। বিচারপতিরা বলেন, “আমরা যেদিন জানতে পারব যে ওই অভিযুক্তদের জেলের মধ্যে বিশেষ বা ফাইভ-স্টার ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, সেই মুহূর্তেই জেল সুপারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। এমনকি তাঁকে নিলম্বিত করা দেওয়া হতে পারে।”

প্রসঙ্গত ২০২৪ সালে জুন মাসে নিজের অনুুরাগীকেই অপহরণ করে খুনের অভিযোগ ওঠে দর্শনের বিরুদ্ধে। বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, এই অনুরাগী দর্শনের ‘প্রেমিকাকে’ নানারকম অশ্লীল ছবি-ভিডিয়ো পাঠাতেন। যার জেরে চটে যান কন্নড় অভিনেতা দর্শন। এরপর সেই ‘প্রেমিকা’ একদিন দর্শনের সঙ্গে তাঁঁকে দেখা করানোর কথা বলে একটি পরিত্যক্ত এলাকায় টেনে নিয়ে আসেন। তারপর অপহরণ, পরে হত্যা। সেই মামলায় নাম জড়ায় অভিনেতা দর্শন-সহ পাঁচ অভিযুক্তের।