তৃণমূলের SIR মামলা সুপ্রিম কোর্ট কবে শুনবে?
এসআইআর নিয়ে আগেও একাধিক মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। সেই মামলাগুলি এখনও চলছে। তার মধ্যেই আরও একটি মামলা। এটি পৃথকভাবে শোনা হবে নাকি অন্য মামলাগুলির সঙ্গে শোনা হবে, তা এদিন স্পষ্ট হয়ে যাবে। সোমবারই মুখ্যমন্ত্রী বলেছিলেন, 'আমরা আইনের সাহায্য নিচ্ছি। আগামিকাল কোর্ট খুলবে। আমরাও আইনে যাব।'
মুখ্যমন্ত্রীর যা বলেছিলেন, সেভাবেই এবার মামলা হল সুপ্রিম কোর্টে। পশ্চিমবঙ্গে SIR প্রক্রিয়ায় মানুষকে হেনস্থা করা হচ্ছে, এই অভিযোগে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন। এসআইআর নিয়ে আগেও একাধিক মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। সেই মামলাগুলি এখনও চলছে। তার মধ্যেই আরও একটি মামলা। এটি পৃথকভাবে শোনা হবে নাকি অন্য মামলাগুলির সঙ্গে শোনা হবে, তা এদিন স্পষ্ট হয়ে যাবে। সোমবারই মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘আমরা আইনের সাহায্য নিচ্ছি। আগামিকাল কোর্ট খুলবে। আমরাও আইনে যাব।’
Latest Videos
শীতের কামড় কতদিন থাকবে? কী বলছে আবহাওয়া দফতর?
কাজের চাপেই মৃত্যু! ৪৮-এর সম্পৃতার পরিবারের বিস্ফোরক অভিযোগ
মতুয়াগড়ে অভিষেক, মতুয়া মহাসঙ্ঘের সঙ্গে প্রস্তুতি বৈঠক প্রশাসনের
মতুয়াদের একাংশকে নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে শান্তনু ঠাকুর
