
নয়াদিল্লি: চুপিসারে ফের নজরদারি চালানোর চেষ্টা পাকিস্তানের। রবিবার সন্ধ্যায় জম্মু-কাশ্মীর এবং আন্তর্জাতিক সীমানা সংলগ্ন অঞ্চলে জারি হল হাই অ্যালার্ট। প্রথমে আকাশে উড়তে দেখা গেল আলোকবিন্দু। তারপর একটু ভাল করে নজর রাখতেই ঠাওর করা গেল ড্রোনের অবয়ব। এক নয়, একাধিক। যা ঘিরে সীমান্তে চাঞ্চল্য।
সর্বভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-কে নাম প্রকাশ্য়ে অনিচ্ছুক সেনা আধিকারিক জানিয়েছেন, সীমান্তের আকাশে মোট পাঁচটি ড্রোন চিহ্নিত করা গিয়েছে। তারপরই সার্চ অপারেশন শুরু করেছেন জওয়ানরা। মনে করা হচ্ছে, আকাশপথে অস্ত্র পাচার করতেই ওই ড্রোনগুলিকে কাঁটাতারের এতটা কাছে নিয়ে আসা হয়েছিল। তাই সেই কথা মাথায় রেখেই শুরু হয়েছে তল্লাশি অভিযান। তবে এই নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ভারতীয় সেনা।
তবে এই ড্রোনগুলি যে কোনও একটি নির্দিষ্ট জায়গাতেই দেখা গিয়েছিল এমনটা মোটেই নয়। জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় ৬টা বেজে ৩০ মিনিট নাগাদ প্রথম ড্রোনটির দেখা মেলে। তাও আবার রাজৌরি জেলার নওশেরা সেক্টরে। সঙ্গে সঙ্গে সেটিকে লক্ষ্য় করে গুলি চালান কর্তব্যরত জওয়ানরা।
প্রায় একই সময় রাজৌরি সংলগ্ন তেরিয়াথ এলাকার খাব্বার গ্রামে কাছে আকাশের দিকে ড্রোনের মতো একটি বস্তু দেখতে পায় সেনা। ওই এলাকায় মোতায়েন থাকা জওয়ানরা ইন্ডিয়া টুডেকে জানিয়েছেন, ‘আচমকাই ধর্মশালার কাছ থেকে আকাশের দিকে জ্বলজ্বলে একটি বস্তু উড়ে এল। কিন্তু কয়েক সেকেন্ড দেখা গিয়েছিল সেটিকে। অদৃশ্য হওয়ার আগ ভারাখের দিকেও এগিয়ে যায় ওই সন্দেহজনক বস্তুটি।’ একই ঘটনা ঘটেছে সাম্বা জেলাতেও। সেখানে সন্ধ্যা ৭টা ১৫মিনিট নাগাদ ড্রোনের মতো বস্তু আকাশে উড়তে দেখেছে সেনা।