
নয়া দিল্লি ও কলকাতা: স্বাস্থ্যসাথী কার্ডকে SIR-র নথি হিসাবে মান্যতা দেওয়ার দাবি খারিজ। খারিজ করে দিল জাতীয় নির্বাচন কমিশন। বাংলার এসআইআরের ক্ষেত্রেও নথি হিসাবে গণ্য হবে আধার কার্ড। নির্বাচন কমিশন সূত্রে খবর দ্বাদশ নথি হিসাবে গৃহীত হবে এই আধার। তবে বাংলায় আধারের পাশাপাশি বাকি ১১টি নথির একটি জমা দেওয়া আবশ্যিক।
নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে CEO সম্মেলনে স্থির হয়েছে বিহারে যে ১১টি নথির কথা বলা হয়েছে সেগুলি বাংলায় SIR এর ক্ষেত্রে গণ্য করা হবে প্রামাণ্য নথি হিসাবে। তার সঙ্গে সঙ্গে আধার কার্ডকেও গ্রহণ করা হবে। নির্বাচন কমিশনের ফর্ম ৬, যার মাধ্যমে নতুন ভোটার তালিকায় নাম তোলার আবেদন করা যায় সেখানেও আধার যেহেতু প্রামাণ্য নথি হিসাবে গ্রহণ করা হয় ঠিক সেই কারণেই এখানেও আধারকে গ্রহণ করা হবে। কিন্তু তার পাশাপাশি বাকি ১১টি নথির একটি জমা দিতে হবে নিজের নাগরিকত্ব প্রমাণ করার জন্য। পাশাপাশি স্বাস্থ্যসাথী প্রামাণ্য নথি হিসাবে গ্রহণ করার জন্য রাজ্য সরকার যে আবেদন জানিয়েছিল তাও বুধবার সিইও সম্মেলনে খারিজ করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন।
সূত্রের খবর, এই বৈঠকেই ঠিক হয়েছে অক্টোবর থেকেই গোটা দেশেই এসআইআরের কাজ শুরু হয়ে যেতে পারে। এর জন্য পুরো প্রস্তুতি চলতি মাসের মধ্যেই শেষ করতে বলা হয়েছে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মুখ্য নির্বাচনী আধিকারিকদের। এদিকে বিহারে এসআইআর শুরু হতেই তা নিয়ে গোটা দেশের রাজনৈতিক মহলে অস্থিরতা কম হয়নি। বারবার সুর চড়িয়েছে বিরোধীরা। এমতাবস্থায় ভোটের কয়েক মাস আগে বাংলায় শুরু হলে জল কোনদিকে গড়ায় এখন সেটাই দেখার।