
নয়াদিল্লি: NIA হেফাজতে ঢুকে থেকে কেটে গিয়েছে ১২টা দিন। দফতরের নীচ তলার একটি সেলেই আপাতত রয়েছেন মুম্বই হামলার অন্যতম চক্রী তাহাউর রানা। সম্ভবত, আগামী ২৮ তারিখ পর্যন্ত সেখানেই রাখা হবে তাকে।
এবার ওই সেলে বসেই বড় পদক্ষেপ নিয়ে ফেললেন তাহাউর। দ্বারস্থ হলেন আদালতে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, শনিবার নিজের পরিবারের সঙ্গে দেখা করার আর্জি নিয়ে NIA-র বিশেষ আদালতে দ্বারস্থ হন রানা। বিচারক হরদীপ কউরের বেঞ্চে সেই আর্জি রাখেন তিনি। যার ভিত্তিতে আদালতের নির্দেশ ২৩ এপ্রিল অর্থাৎ আগামিকালের মধ্যে এই প্রসঙ্গে তদন্তকারীদের একটি জবাবদিহি দাখিল করতে হবে।
প্রায় সপ্তাহ দুয়েক ধরে রানাকে জেরা করে অনেক তথ্য বের করতে পেরেছেন NIA তদন্তকারীরা। সূত্রের খবর, হেফাজতে রেখে রানাকে দিনে ৮ থেকে ৯ ঘণ্টা জেরাপর্ব চালিয়েছেন তদন্তকারীরা। প্রথমদিকে, বিশেষ মুখ না খুলতে চাইলেও, ধীরে ধীরে বরফ গলান রানা।
তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, মুম্বই হামলার আরেক চক্রী ডেভিড হেডলি ভারতে আসার আগে রানার সঙ্গেই সাক্ষাৎ করেছিলেন। এমনকি তদন্তকারীরা আদালতকে জানিয়েছে, সেই সময়কালে হেডলি তার বেশ কিছু ‘গুপ্তধনের’ খোঁজও রানাকেই দিয়ে গিয়েছিল।
উল্লেখ্য,মুম্বই হামলার সময়কালে তাহাউরের সঙ্গে দাউদের সম্পর্ক তৈরি হয়েছিল বলেও সন্দেহ NIA তদন্তকারীদের। এই মর্মে তার ফোন থেকেই বেশ কিছু কল রেকর্ডিং উদ্ধার করেছেন তারা। আপাতত সেই রেকর্ডিং ধরে দাউদ-যোগ খুঁজছে NIA। মিলিয়ে দেখা হচ্ছে কণ্ঠও।