Tahawwur Rana: মুম্বই হামলার পর তাহাউর বলেছিল ‘ভারতীয়দের প্রাপ্য এটা’, চেয়েছিলেন লস্কর জঙ্গিদের সর্বোচ্চ সম্মান!
26/11 Mumbai Attack: ২৬/১১ মুম্বই হামলায় যে নয়জন লস্কর-ই-তৈবা জঙ্গি জড়িত ছিল, তাদের জন্য পাকিস্তানের সর্বোচ্চ সম্মান দাবি করেছিলেন। মুম্বই হামলার আরেক চক্রী ডেভিড হেডলির সঙ্গে ফোনে বার্তালাপের সময়ই তাহাউর এই দাবি করেছিল।

নয়া দিল্লি: আর পাঁচটা সাধারণ দিনের মতোই ছিল, কিন্তু গুলি-বারুদের শব্দ, বিস্ফোরণের ধোঁয়ায় বদলে গিয়েছিল বাণিজ্যনগরী মুম্বইয়ের চিত্রটা। হঠাৎ করেই নেমে এসেছিল সন্ত্রাসবাদের কালো ছায়া। ২৬/১১-র মুম্বই হামলা কেড়েছিল ১৬৬ জনের প্রাণ। ওই হামলার মাস্টারমাইন্ড তাহাউর রানাকে হাতে পেয়েছে ভারত। জেরা করছে এনআইএ। দ্রুত বিচার প্রক্রিয়া শুরু করার ব্যবস্থা করা হচ্ছে। এর মধ্যেই তাহাউর রানার সম্পর্কে বিস্ফোরক তথ্য জানা গেল।
জানা গিয়েছে, ২৬/১১ মুম্বই হামলায় যে নয়জন লস্কর-ই-তৈবা জঙ্গি জড়িত ছিল, তাদের জন্য পাকিস্তানের সর্বোচ্চ সম্মান দাবি করেছিলেন। মুম্বই হামলার আরেক চক্রী ডেভিড হেডলির সঙ্গে ফোনে বার্তালাপের সময়ই তাহাউর এই দাবি করেছিল। আমেরিকার ডিপার্টমেন্ট অব জাস্টিসের তরফে এই তথ্য জানানো হয়েছে।
লস্কর জঙ্গিদের হামলার আগে, আলাদা আলাদা সময়ে মুম্বই রেইকি করে গিয়েছিলেন ডেভিড হেডলি ও তাহাউর রানা। মার্কিন প্রশাসনের প্রকাশিত তথ্যে জানা গিয়েছে, ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বইয়ের ১২ জায়গায় পরিকল্পিত হামলার পর ফোনে হেডলিকে তাহাউর বলেছিলেন, “ভারতীয়দের এটা প্রাপ্য”।
তাদের মধ্যে কথাবার্তায় হেডলিকে তাহাউর আরও বলেছিলেন যে কাসব বাদে বাকি যে ৯ জন লস্কর জঙ্গি শহিদ হয়েছিল, তাদের ‘নিশান-ই-হায়দর’ দেওয়া উচিত।
পাকিস্তানি বংশোদ্ভূত তাহাউর রানা কানাডায় বসবাস করলেও, পাক সেনা ও আইএসআই-র সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল। এমনকী, হেডলিকে ভুয়ো ভিসার ব্য়বস্থাও করে দিয়েছিলেন। মুম্বই হামলার পরও তাহাউরের বড় পরিকল্পনা ছিল।
তাহাউরের পরিকল্পনা ছিল, মুম্বইয়ে তাঁর ইমিগ্রেশন ব্যবসার শাখা খোলা। হেডলিকে সেই অফিসের ম্যানেজার হিসাবে নিয়োগ করতে চেয়েছিলেন।
জানা গিয়েছে, মুম্বই হামলার দুই বছর আগে শিকাগোয় একাধিকবার ডেভিড হেডলির সঙ্গে দেখা করেছিলেন তাহাউর। সেই সময়ই মুম্বই হামলার পরিকল্পনা করেছিল তারা।

