Woman murdered: যুবতীকে খুন করে দেহ বস্তায় ভরে ‘গায়েব’-র চেষ্টা, দর্জির নৃশংসতায় থ পুলিশও

Crime: মৃতদেহ উদ্ধারের ২ দিন আগে এক মহিলা তাঁর মেয়ের নিখোঁজ হওয়ার ডায়েরি করেছিলেন। মৃতদেহের হাতের ট্যাটু দেখে ওই মহিলা সনাক্ত করেন যে মৃত যুবতী তাঁর মেয়ে। এরপর সিসিটিভি ফুটেজ ও নানা তথ্য প্রমাণ খতিয়ে দেখে পুলিশ জানতে পারে, ঘটনায় মূল অভিযুক্ত সেলিম।

Woman murdered: যুবতীকে খুন করে দেহ বস্তায় ভরে গায়েব-র চেষ্টা, দর্জির নৃশংসতায় থ পুলিশও
ফাইল ফোটোImage Credit source: PTI

Aug 25, 2025 | 5:57 PM

নয়াদিল্লি: এক যুবতীকে খুন করে মৃতদেহ বস্তাবন্দি করে লোপাটের চেষ্টার অভিযোগ উঠল এক দর্জির বিরুদ্ধে। ড্রেনের কাছে একটি গাড়ির তলা থেকে ওই যুবতীর দেহ উদ্ধার হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম সেলিম। ঘটনাটি নয়াদিল্লির।

পুলিশ জানিয়েছে, গত ২৩ অগস্ট দুপুর ৩টে নাগাদ একটি ফোন আসে ডাবরি থানায়। বলা হয়, দ্বারকা-ডাবরি এলাকায় ড্রেনের পাশে সন্দেহজনক একটি বস্তা পড়ে রয়েছে। পুলিশ গিয়ে দেখে, ড্রেনের পাশে দাঁড় করানো একটি গাড়ির নিচে বস্তা পড়ে রয়েছে। বস্তা খুলতেই চমকে উঠে তারা। বস্তার মধ্যে এক যুবতীর মৃতদেহ।

মৃতদেহ উদ্ধারের ২ দিন আগে এক মহিলা তাঁর মেয়ের নিখোঁজ হওয়ার ডায়েরি করেছিলেন। মৃতদেহের হাতের ট্যাটু দেখে ওই মহিলা সনাক্ত করেন যে মৃত যুবতী তাঁর মেয়ে। এরপর সিসিটিভি ফুটেজ ও নানা তথ্য প্রমাণ খতিয়ে দেখে পুলিশ জানতে পারে, ঘটনায় মূল অভিযুক্ত সেলিম।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, অভিযুক্ত ও ওই যুবতী একটি বহুতলে ঢুকছেন। কিছুক্ষণ পর সেলিম একাই বেরিয়ে আসেন। তাঁর কাঁধে একটি বস্তা। প্রাথমিক তদন্ত পুলিশ জানতে পারে, মৃত যুবতী ও সেলিম পরস্পরকে চিনতেন। তাঁদের মধ্যে যোগাযোগও ছিল। পুলিশের অনুমান, টাকাপয়সা নিয়ে বিবাদের জেরে যুবতী শ্বাসরোধ করে খুন করেন সেলিম।

অভিযোগ, যুবতীকে খুনের পর মৃতদেহ ‘গায়েব’ করার পরিকল্পনা করেছিলেন সেলিম। মোটরবাইকের পিছনে বস্তায় মৃতদেহ বেঁধে তিনি ওই ড্রেনের কাছে এসেছিলেন। কোনওরকমে মৃতদেহ বাইক থেকে পড়ে যায়। সেখানে উপস্থিত জনতার তা নিয়ে কৌতূহল বাড়তেই ঘটনাস্থল ছেড়ে পালান সেলিম। ঘটনার তদন্তে নেমে উত্তর প্রদেশের হারদই থেকে বছর পঁয়ত্রিশের সেলিমকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি কেন যুবতীকে খুন করলেন, তা জানার চেষ্টা করছে পুলিশ।