Tamil Nadu Budget: বাজেট লোগো থেকে ভারতের জাতীয় মুদ্রার প্রতীক ‘রুপি’ চিহ্ন হটিয়ে দিল তামিলনাড়ু

Avra Chattopadhyay |

Mar 13, 2025 | 5:41 PM

Tamil Nadu Budget: শুধু স্ট্যালিনই নয়, কেন্দ্রের বিরুদ্ধে শিক্ষার মাধ্যমে হিন্দি চাপিয়ে দেওয়ার অভিযোগ তুলে সুর চড়িয়েছেন স্ট্যালিনের দলের অন্য সাংসদরাও। আর এই আবহেই সে রাজ্যের বাজেটে হিন্দির রুপি বদলে হল রুবাই।

Tamil Nadu Budget: বাজেট লোগো থেকে ভারতের জাতীয় মুদ্রার প্রতীক রুপি চিহ্ন হটিয়ে দিল তামিলনাড়ু
Image Credit source: PTI

Follow Us

নয়াদিল্লি: সংসদে ‘ডিলিমিটেশন’কে কেন্দ্র করে শুরু হয়েছিল টানাপোড়েন। যা এখন এসে যেন ঠেকেছে ‘বিচ্ছেদে’। কেন্দ্রের বিরুদ্ধে বরাবরই অভিযোগ তুলে আসছে দক্ষিণের রাজ্যগুলি। এর আগেও আদালতে মামলা করে বিজেপির বিরুদ্ধে ‘বিমাতৃসুলভ’ আচরণের অভিযোগ তোলেন বহু দক্ষিণী নেতা। কিন্তু তারপরেও যে কোন সুরাহা মিলেছে এমনটা নয়। বরং দিন প্রতিদিন আরও জটিল হয়েছে কেন্দ্রের সঙ্গে দক্ষিণের রাজ্যগুলির সম্পর্ক।

এবার সেই ভাঙন যে সরকারি পর্যায়েও এসে ঠেকেছে, তা কার্যত স্পষ্ট। তামিলনাড়ুর বাজেট লোগোয় বদলে দেওয়া হল ভারতীয় মুদ্রার প্রতীক চিহ্ন ‘রুপি’কে। জাতীয় এই চিহ্ন সরিয়ে তার পরিবর্তে বসানো হল তামিল শব্দ রুবাই-এর আদ্যক্ষর ‘রু’।

আগামিকাল তামিলনাড়ু বিধানসভায় পেশ হবে নতুন অর্থবর্ষের বাজেট। তার আগে বৃহস্পতিবার, সমাজমাধ্য়মে বাজেটের নয়া লোগোর ছবি পোস্ট করলেন সে রাজ্যের মুখ্য়মন্ত্রী এম কে স্ট্যালিন। যা ঘিরে আপাতত শুরু হয়েছে বিতর্ক। এই প্রসঙ্গে তামিলনাড়ুর বিজেপি রাজ্য সভাপতি কে আন্নামালাইয়ের দাবি, ‘একজন তামিলের তৈরি তৈরি রুপি চিহ্নকেই মুছে দিল ডিএমকে সরকার। আর কতটা বোকা হবেন আপনারা?’

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই কেন্দ্রের তৈরি জাতীয় শিক্ষানীতির প্রসঙ্গেও সুর চড়িয়েছেন ডিএমকে প্রধান এমকে স্ট্যালিন। তাঁর দাবি, জাতীয় শিক্ষানীতিতে জোর দেওয়া তিন বাধ্যতামূলক ভাষার একটি হিন্দি। যার মাধ্যম দিয়ে গোটা দেশেই হিন্দি সাম্রাজ্যবাদ তৈরি করতে চায় কেন্দ্র। শুধু স্ট্যালিনই নয়, কেন্দ্রের বিরুদ্ধে শিক্ষার মাধ্যমে হিন্দি চাপিয়ে দেওয়ার অভিযোগ তুলে সুর চড়িয়েছেন স্ট্যালিনের দলের অন্য সাংসদরাও। আর এই আবহেই সে রাজ্যের বাজেটে হিন্দির রুপি বদলে হল রুবাই।