AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

করোনা আবহে শর্তসাপেক্ষে জালিকাট্টুর অনুমতি তামিলনাড়ুতে

এই খেলায় অংশ নেওয়ার আগে প্রত্যেক প্রতিযোগীকে করোনার নেগেটিভ রিপোর্ট জমা দিতে হবে।

করোনা আবহে শর্তসাপেক্ষে জালিকাট্টুর অনুমতি তামিলনাড়ুতে
বিখ্যাত জালিকাট্টু খেলা। ফাইল চিত্র।
| Updated on: Dec 23, 2020 | 2:50 PM
Share

তামিলনাড়ু: জালিকাট্টু (Jallikattu) নিয়ে আগেই বিতর্ক ছিল। মাঝে জালিকাট্টুর উপর নিষেধাজ্ঞাও জারি করেছিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। এবার করোনা আবহের মাঝেই জালিকাট্টু খেলায় ছাড়পত্র দিল তামিলনাড়ু সরকার (Tamil Nadu Government)। তবে পালন করতে হবে কিছু শর্ত।

সরকারের তরফে জারি করা একটি বিবৃতি জানানো হয়েছে, খোলা মাঠে এই খেলার আয়োজন করতে হবে। ১৫০ জনের বেশি প্রতিযোগী অংশ নিতে পারবেন না এই খেলায়। অংশ নেওয়ার আগে প্রত্যেক প্রতিযোগীকে করোনার নেগেটিভ রিপোর্টও  (COVID-19 Negative Report) জমা দিতে হবে।

কেবল প্রতিযোগী নয়, দর্শকদের ক্ষেত্রেও বিশেষ কিছু নিয়ম জারি করেছে রাজ্য সরকার। বিবৃতি জানানো হয়েছে, মোট দর্শকাসনের ৫০ শতাংশ আসনই পূর্ণ করা যাবে। আগত প্রতিটি দর্শককে মাস্ক (Mask) পরা, সামাজিক দূরত্ব (Social Distance) বজায় রাখা সহ যাবতীয় স্বাস্থ্যবিধি মানতে হবে।

আরও পড়ুন: সিংঘু সীমানায় কৃষকদের পাশে পাঁচ তৃণমূল সাংসদ, ফোনে কথা বললেন মমতা

প্রতিবছরই পোঙ্গল (Pongal) উৎসবের পরে তামিলনাড়ুতে এই খেলা হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকেও লোকজন ভিড় জমান এই খেলা দেখার জন্য। ২০১৪ সালে একটি জনস্বার্থ মামলার প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট এই খেলায় নিষেধাজ্ঞা জারি করে। পরে ২০১৭ সালে সাধারণ মানুষের দাবিতে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।

দেশে বিভিন্ন উৎসবের সময় করোনা সংক্রমণের (COVID-19) হার বৃদ্ধি পাওয়ার পাশাপাশি করোনার নতুন স্ট্রেন নিয়ে চিন্তিত গোটা দেশ। এই পরিস্থিতিতে জালিকাট্টুর মতো খেলা, যেখানে শারীরিক সংস্পর্শ থাকবেই, তাতে ছাড়পত্র দেওয়ায় উঠছে নানা প্রশ্ন।

আরও পড়ুন: প্রয়াগরাজে ইফকো প্ল্যান্টে গ্যাস লিক, মৃত ২, অসুস্থ কমপক্ষে ১৫