প্রয়াগরাজে ইফকো প্ল্যান্টে গ্যাস লিক, মৃত ২, অসুস্থ কমপক্ষে ১৫
মঙ্গলবার রাত সাড়ে ১০টা নাগাদ অ্যামোনিয়া পাম্পের সঙ্গে সংযুক্তকারী একটি রড ভেঙে যায় এবং সেই পাইপ থেকে অ্যামোনিয়া বের হতে শুরু হয়।
প্রয়াগরাজ: উত্তর প্রদেশের (Uttar Pradesh) ফুলপুরে রাসায়নিক সার তৈরির কারখানায় দুর্ঘটনা। গ্যাস লিকের (Gas leakage) কারণে মৃত্যু হল দুইজন কর্মচারীর। অসুস্থ কমপক্ষে ১৫জন কর্মী। তাঁদের সকলকেই নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ১০টা নাগাদ প্রয়াগরাজের (Prayagraj) ফুলপুরে অবস্থিত ইন্ডিয়ান ফার্মারস ফার্টিলাইজ়ার কো-অপারেটিভ লিমিটেড প্ল্যান্ট (Indian Farmers Fertiliser Cooperative Limited Plant) থেকে আচমকাই গ্যাস বেরোতে শুরু করে। একে একে অসুস্থ হয়ে পড়েন কর্মচারীরা। তাঁদের সকলকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলেই দুই কর্মীর মৃত্যু হয়।
প্রয়াগরাজের জেলাশাসক ভানুচন্দ্র গোস্বামী জানান, প্ল্যান্টটিকে বন্ধ করে দেওয়া হয়েছে এবং গ্যাস লিকও থামানো সম্ভব হয়েছে। যারা অসুস্থ হয়ে পড়েছিলেন, তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
An unfortunate accident took place in urea-1 plant of IFFCO Phoolpur at 10:30 pm yesterday. The tie rods of an ammonia plunger pump suddenly broke & got detached leading to heavy ammonia leakage. Two employees died tacking the accident: IFFCO https://t.co/OFnIt4nN3C
— ANI UP (@ANINewsUP) December 23, 2020
আরও পড়ুন: জম্মুতে গেরুয়া ঝড়, তবে উপত্যকাতে জয়লাভ গুপকরেরই
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) ঘটনায় শোকপ্রকাশ করে আধিকারিকদের দ্রুত উদ্ধারকার্য শুরু করার নির্দেশ দেন এবং দুর্ঘটনার কারণ খুঁজে বের করার জন্য তদন্তের নির্দেশও দেন।
দেশের অন্যতম বৃহত্তম ইউরিয়া উৎপাদক সংস্থা হল ইফকো (IFFCO)। গতকাল রাতে অ্যামোনিয়া পাম্পের সঙ্গে সংযুক্তকারী একটি রড ভেঙে যায় এবং সেই পাইপ থেকে অ্যামোনিয়া বের হতে শুরু হয়। গ্যাস লিক আটকাতে গিয়েই ঘটনাস্থলে দুই কর্মীর মৃত্যু হয়।
আরও পড়ুন: দেশে কোভিডমুক্ত ৯৬ লক্ষ, তবুও চিন্তা বাড়াচ্ছে করোনার নয়া ‘স্ট্রেন’