AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

জম্মুতে গেরুয়া ঝড়, তবে উপত্যকাতে জয়লাভ গুপকরেরই

গুপকর গোষ্ঠী মোট ১০০টিরও বেশি আসনে জয়লাভ করেছে। অন্যদিকে ৭৪টি আসনে জয়ী হয়ে বিজেপি বৃহত্তম একক দল হিসাবে উঠে এসেছে। কিছুটা হলেও ভাল ফল করেছে কংগ্রেস (Congress), তারা মোট ২৬টি আসনে জয়লাভ করেছে।

জম্মুতে গেরুয়া ঝড়, তবে উপত্যকাতে জয়লাভ গুপকরেরই
ফল ঘোষণার পর আনন্দে মাতোয়ারা কাশ্মীরবাসী। ছবি: সংগৃহীত।
| Updated on: Dec 23, 2020 | 1:21 PM
Share

শ্রীনগর: জেলা উন্নয়ন পরিষদের (District Development Council) নির্বাচনে জয়ী গুপকর গোষ্ঠী (Gupkar Alliance) হলেও নিজের অস্তিত্ব প্রমাণে সফল হল গেরুয়া শিবির। জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা (Special Status of Jammu-Kashmir) প্রত্যাহারের পর এই প্রথম নির্বাচন হওয়ায় উপত্যকাবাসীর মন বুঝতে দুই পক্ষের কাছেই গুরুত্বপূর্ণ ছিল এর ফলাফল। ২০টি জেলায় হওয়া এই নির্বাচনে মোট ১৩টি জেলায় জয়ী হয়েছে গুপকর গোষ্ঠী ও কংগ্রেস। ছ’টি জেলা নিজেদের দখলে রাখতে সফল হয়েছে বিজেপি (BJP)।

২৮০টি আসনের এই নির্বাচনে দুটি বাদে বাকি সবকটি আসনেরই ফল ঘোষণা হয়ে গিয়েছে। ভোটের নিরিখে ফারুক আবদুল্লার ন্যাশনাল কনফারেন্স (National Conference) ও মেহবুবা মুফতির পিপলস ডেমোক্রাটিক পার্টি (People’s Democratic Party)-র জোট গুপকর গোষ্ঠী মোট ১০০টিরও বেশি আসনে জয়লাভ করেছে। অন্যদিকে ৭৪টি আসনে জয়ী হয়ে বিজেপি বৃহত্তম একক দল হিসাবে উঠে এসেছে। কিছুটা হলেও ভাল ফল করেছে কংগ্রেস (Congress), তারা মোট ২৬টি আসনে জয়লাভ করেছে।

প্রত্যাশা মতোই জম্মুতে ভাল ফল করেছে বিজেপি। জম্মু, উধমপুর, সাম্বা, কাঠুয়া, রিসায়ি সহ মোট ৭১টি আসনে জয়লাভ করেছে তারা। পুঞ্চ, রাজৌরির মতো জঙ্গি উপদ্রুত এলাকাগুলিতে জয়ী হয়েছে গুপকর গোষ্ঠী, তাদের দখলে রয়েছে মোট ৪৫টি আসন। অন্যদিকে কাশ্মীরে ৭২টি আসনে জয়লাভ করেছে গুপকর গোষ্ঠী, বিজেপি মাত্র তিনটি আসন নিজেদের দখলে রাখতে পেরেছে। কাশ্মীরের নটি জেলায় গুপকর জোট নিজেদের আধিপত্য গড়লেও শ্রীনগর জেলায় নির্দল প্রার্থী জয়লাভ করায় তারা কোন পক্ষ নেবে, তা এখনও অস্পষ্ট।

আরও পড়ুন: বিশ্বভারতীর শতবর্ষ উদযাপনে ভাষণ দেবেন আচার্য নরেন্দ্র মোদী

কাশ্মীরে তিনটি আসনে জয় লাভ করলেও শীর্ষনেতৃত্বরা এতেই খুশি। এই জয়কে তারা পরিবর্তনের ঢেউ বলে অ্যাখ্যা দিয়েছেন। বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী জীতেন্দ্র সিং (Jitendra Singh) বলেন, “তিনজন বিজেপি প্রার্থী শ্রীনগর থেকে জয়ী হয়েছে। এই জয় প্রমাণ করে যে জম্মু-কাশ্মীরের বাসিন্দারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়নের স্বপ্নে আস্থা রেখেছেন।”

তবে জয়ী গুপকর গোষ্ঠীর শীর্ষনেতা ওমর আবদুল্লা (Omar Abdullah) ও মেহবুবা মুফতি (Mehbooba Mufti) বিজেপির এই দাবি মানতে নারাজ। তাদের কথায়, নির্বাচনের ফলের মাধ্যমে উপত্যকার বাসিন্দারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে তাঁরা কেন্দ্রের বিশেষ মর্যাদা প্ত্যাহারের সিদ্ধান্তকে গ্রহণ করেনি। ওমর আবদুল্লা (Omar Abdullah) টুইট করে লেখেন, ” উপত্যকায় বিজেপি যে তিনটি আসনে জয়লাভ করেছে, তা তুলে ধরার প্রলোভনের বিষয়টি আমি বুঝতে পারছি, কিন্তু জম্মুতে গুপকর গোষ্ঠী যে ৩৫টি আসনে জয়লাভ করেছে, সেই বিষয়টিকে ছোট করে কেন দেখানো হচ্ছে?”

আচমকা নির্বাচনের দিন ঘোষণা করায় গুপকর গোষ্ঠী কোনও নির্বাচনী প্রচারের আয়োজন করতে পারেনি। এছাড়া বেশ কিছু সংখ্য নেতা ফের গৃহবন্দি হওয়ার ভয়েও প্রচারে অংশ নেননি। পিডিপি নেতা ওয়াহিদ প্যারা মনোনয়ন পত্র জমা দেওয়ার পরই জঙ্গিযোগে তাঁকে গ্রেফতার করে জাতীয় তদন্তকারী সংস্থা। বন্দি থাকা অবস্থাতেই তিনি পুলওয়ামা থেকে জয়লাভ করেছেন। ফারুক আবদুল্লাও দুর্নীতি মামলায় ফেঁসে রয়েছেন। তাঁর যাবতীয় সম্পত্তি আটক করেছে। নানা প্রতিবন্ধকতার পরও জয়লাভ এই জোটের কাছে বড় সাফল্য বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

আরও পড়ুন: ২ কোটি কৃষকের সই নিয়ে রাষ্ট্রপতির কাছে যাচ্ছে কংগ্রেস