মধ্যপ্রদেশ: দেশে পেট্রলের (Petrol) দাম যখন আকাশছোঁয়া তখনই এক অমানবিক ঘটনার সাক্ষী থাকল মধ্যপ্রদেশ। দুর্ঘটনায় উল্টে গেল তেল বোঝাই ট্যাংকার (Tanker)। কিন্তু তাদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য কেউ এগিয়ে এল না। দুর্ঘটনার খবরে ঘটনাস্থলে জমায়েত হন বহু জনতা। কিন্তু তারা সেই সুযোগে পেট্রল লুটতে ব্যস্ত হয়ে পড়লেন। জানা গিয়েছে, ওই এলাকায় পেট্রলের দাম ১০৬ টাকা।
ঘটনায় তাজ্জব সারা দেশের মানুষ। জ্বালানির নাম ব্যাপক ভাবে বেড়ে যাওয়াতেই কি এমন ঘটনা ঘটল? এই নিয়ে ইতিমধ্যেই চর্চা করতে শুরু করেছে অনেকে। মধ্যপ্রদেশের শিবপুরি জেলার পোহরি এলাকায় ঘটনা। ওই তেলের ট্যাংকার গ্বালিয়র থেকে সেওপুরে যাচ্ছিল। পোহরি অঞ্চলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। সেখানেই দুর্ঘটনা ঘটে এবং মাঝ রাস্তায় উল্টে যায় তেলের ট্যাংকারটি।
এরপরেই স্থানীয় মানুষরা পরিবার সমেত তেল লুটের কাজে লেগে পড়েন। ড্রাইভার ও খালাসি আহত হইয়ে ঘটনাস্থলে পড়ে থাকলেও তাদের উদ্ধার করেনি স্থায়ীয় জনতা। উল্টে ড্রাম, জলের বোতল ইত্যাদি নিয়ে এসে লুটপাট করে পেট্রল। সামাজিক মাধ্যমে ঘটনার নিন্দা করেন বহু মানুষ।
আরও পড়ুন: মুম্বই লোকালের ভিক্ষুক থেকে দেশের প্রথম ট্রান্সজেন্ডার ফটোজার্নালিস্ট