TATA on Plane Crash: ১ কোটি টাকা ক্ষতিপূরণ ঘোষণা TATA-র, গড়ে দেওয়া হবে বিজে হস্টেল

TATA on Plane Crash: পাইলট, ক্রু সহ ২৪২ জন ছিলেন এয়ার ইন্ডিয়ার ওই বিমানে। শুধুমাত্র একজন যাত্রীর বেঁচে থাকার খবর পাওয়া গিয়েছে। হাসপাতালে বাড়ছে পরিজনদের ভিড়।

TATA on Plane Crash: ১ কোটি টাকা ক্ষতিপূরণ ঘোষণা TATA-র, গড়ে দেওয়া হবে বিজে হস্টেল
Image Credit source: PTI

Jun 12, 2025 | 8:06 PM

নয়া দিল্লি: বিমান দুর্ঘটনার পর দুপুর গড়িয়ে সন্ধ্যা হলেও হতাহতের সংখ্যা সামনে আসেনি এখনও। তবে বিভিন্ন সূত্র থেকে যে খবর আসছে, তাতে একজন ছাড়া বাকি বিমানযাত্রীদের বেঁচে থাকার আশা খুবই ক্ষীণ। যাত্রী ছাড়াও দুর্ঘটনাস্থলের আশপাশে থাকা বহু মানুষের মৃত্যু হয়েছে বলেই সূত্রের খবর। এবার মৃতদের পরিবারের জন্য ক্ষতিপূরণে কথা ঘোষণা করল TATA।

বৃহস্পতিবার সন্ধ্যায় এক্স মাধ্যমে টাটা-র তরফে একটি পোস্ট করা হয়েছে। সেই পোস্টেই ‘টাটা সন্স’-এর চেয়ারম্যান এন চন্দ্রশেখরণ জানিয়েছেন এয়ার ইন্ডিয়া এই ঘটনায় গভীরভাবে শোকাহত।

চেয়ারম্যান ঘোষণা করেছেন, বিমান দুর্ঘটনায় মৃতদের পরিবার প্রতি এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। আহতদের চিকিৎসার সব খরচ দেবে টাটা গ্রুপ। এছাড়াও সবরকমের সাহায্য করা হবে বলে জানিয়েছে টাটা।

অন্যদিকে, এদিন বিমান ভেঙে পড়ায় ভেঙে পড়ে আহমেদাবাদের মেঘানিনগরের বিজে মেডিক্যাল কলেজের হস্টেলের একটি অংশ। একাধিক ডাক্তারি পড়ুয়ারও মৃত্যু হয়েছে সেখানে। সেই হস্টেল নতুন করে তৈরি করে দেওয়ার কথা জানিয়েছে টাটা।