Teacher: শুধু একটা ছুটির জন্য জলজ্যন্ত ছাত্রকেই ‘মেরেই ফেললেন’ শিক্ষক! কাণ্ড শুনে হতবাক গোটা স্কুল

Dec 04, 2024 | 10:14 PM

Teacher: শিক্ষকের কৃতকর্মের শাস্তি চেয়ে পরিবারের সদস্যরা থানায় পৌঁছে যান। শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ছাত্রের বাবা। ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

Teacher: শুধু একটা ছুটির জন্য জলজ্যন্ত ছাত্রকেই মেরেই ফেললেন শিক্ষক! কাণ্ড শুনে হতবাক গোটা স্কুল
Image Credit source: Meta AI

Follow Us

মধ্য প্রদেশ: ছুটি নেবেন শিক্ষক। নিয়ম মেনে কারণ দর্শাতে হবে স্কুলে। তাই রেজিস্টারে লিখলেন, কী কারণে ছুটি নিচ্ছেন। আর সেই কারণ দেখে অবাক গোটা স্কুল। থানা পর্যন্ত ছুটতে হল ছাত্রের পরিবারকে। অবিলম্বে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মধ্য প্রদেশের মওগঞ্জ জেলার নাইগড়ীর ঘটনা। শিক্ষকের নাম হীরালাল পটেল। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তিনি। দিন কয়েক আগে স্কুলের রেজিস্টারে তিনি লেখেন, ‘আমি, হীরালাল পটেল। প্রাথমিক শিক্ষক। একজন ছাত্রের মৃত্যু হয়েছে। তার জন্য শ্মশানে যাচ্ছি। এই ছাত্র স্কুলের তৃতীয় শ্রেণিতে পড়ত।’

ছাত্রের মৃত্যু হয়েছে, অথচ জানতেই পারল না কেউ! খবরটা ছড়িয়ে পড়তেই হতবাক ছাত্রের পরিবারের সদস্যরা। তাদের ছেলে জীবিত এবং সম্পূর্ণ সুস্থ। আর সেই ছাত্রের মৃত্যুর কথা বলে ছুটি চাইছেন শিক্ষক! শিক্ষকের কৃতকর্মের শাস্তি চেয়ে পরিবারের সদস্যরা থানায় পৌঁছে যান। শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ছাত্রের বাবা। ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

বিষয়টি নজরে আসার পর কালেক্টর অজয় ​​শ্রীবাস্তব ওই শিক্ষককে সাসপেন্ড করেন। ছাত্রীর বাবা রামসরোজ কোরি বলেন, “স্কুলের এক শিক্ষক আমার সন্তানকে মৃত বলে উল্লেখ করেন। আমার সন্তান বাড়িতে আছে, বেঁচে আছে, সুস্থই আছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে ছেলের মৃত্যুর কথা জানিয়েছিলেন ওই শিক্ষক। অন্য শিক্ষকের কাছ থেকে ফোন পেয়ে আমি অবাক হয়ে গেলাম। আমি আমার মোবাইলে এই তথ্য পেয়েছি। শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা চাই।”

ডিইও সুদামা লাল গুপ্ত জানান, শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। কালেক্টরের নির্দেশে ওই শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

Next Article