
পটনা: পারিবারিক বিবাদ যে রাজনৈতিক বিবাদে পরিণত হওয়ার ক্ষমতা রাখে সেই দৃষ্টান্ত নতুন নয়। সম্প্রতিই ‘প্রেম-দ্বন্দ্বে’ ত্যাজ্যপুত্র হয়েছেন তেজ প্রতাপ। তারপরেই বাবা লালুর দলের পতাকা নয়। বরং নিজের ছবি দেওয়া একটি পতাকা তৈরি করে সমর্থকদের সঙ্গে মিছিল বের করলেন তিনি।
সবুজ-সাদা রঙের পতাকা। যার উপরে লেখা ‘টিম তেজপ্রতাপ যাদব’। পতাকার রঙের সঙ্গে মেল খাইয়ে সবুজ রঙা টুপিও পরেছিলেন তেজ প্রতাপ।
মিছিলের পর বিহারের সমস্তিপুর জেলার হাসনপুর কেন্দ্রের বিধায়ক তেজ প্রতাপ বলেন, ‘মানুষের জোরেই আমি বেঁচে রয়েছি। যা মানুষ চায়, আমি তাই করব। জনগণ যেখান থেকে চাইবে, আমি সেই এলাকা থেকে দাঁড়াব। এবার কোন দলের হয়ে দাঁড়াবো, তা না হয় পরেই দেখা যাবে।’ তার এই মিছিলের পর থেকে জল্পনা তৈরি হয়েছে যে তবে কি নিজের কোনও দল গড়ছেন তেজ? নাকি ভিড়বেন গিয়ে সেই নীতীশের ‘টিমেই’?
উল্লেখ্য, মাস কতক আগেই একটি ফেসবুক পোস্ট ঘিরে বিতর্কের মুখে পড়েন বিহারের RJD বিধায়ক তেজ প্রতাপ যাদব। নিজের সমাজমাধ্যমেই অনুষ্কা যাদব নামে এক মহিলার ছবি পোস্ট করে নিজের ‘১২ বছরের প্রেমের’ কথা বলেন তিনি। তারপরেই শোরগোল পড়ে যায় বিহারের রাজনীতিতে। কারণ, এই তেজ প্রতাপের দাম্পত্য জীবন নিয়ে বিতর্ক অনেক। সেই তেজ প্রতাপই ছবি পোস্ট করছেন অন্য মহিলার।
এরপরই তড়িঘড়ি আসরে নামেন লালু প্রসাদ যাদব। ছেলেকে ‘দায়িত্বজ্ঞানহীন’ ও পারিবারিক মর্যাদা ক্ষুণ্ণ করার অভিযোগে ত্যাজ্যপুত্র করেন তিনি। ছয় বছরের জন্য বহিষ্কার করা হয় দল থেকেও।