Big Breaking: ওরা কারা? জম্মুর সেনাঘাঁটি লক্ষ্য করে চলল গুলি

India Pakistan Tension: এবার সেই চরম উত্তেজনার মাঝেই জম্মু ডিভিশনের নাগরোটায় সেনাঘাঁটি লক্ষ্য করে চলল হামলা।

Big Breaking: ওরা কারা? জম্মুর সেনাঘাঁটি লক্ষ্য করে চলল গুলি
সেনার সার্চ অপারেশনImage Credit source: ANI

|

May 11, 2025 | 12:14 AM

শ্রীনগর: সংঘর্ষ বিরতি লঙ্ঘন নিয়ে নতুন করে বিষিয়েছে ভারত-পাকিস্তান সম্পর্ক। এবার সেই চরম উত্তেজনার মাঝেই জম্মুতে সেনাঘাঁটি লক্ষ্য করে হামলা চালাল দুুষ্কৃতীরা। কাশ্মীরের জম্মু ডিভিশনের নাগরোটায় জওয়ানের বেশেই ভারতীয় সেনা ঘাঁটিতে ঢুকে পড়েছে কয়েকজন সন্দেহভাজন। এমনকি, জওয়ানদের লক্ষ্য করে গুলিও চালায় তারা। কিন্তু কীভাবে সেনাঘাঁটিতে অবাধে প্রবেশ করল তারা? কী বা পরিস্থিতি সেখানে এই নিয়ে কোনও তথ্য পাওয়া যায়নি।

ইতিমধ্যেই সেই সন্দেহভাজনদের খুঁজতে সার্চ অপারেশন শুরু করেছে ভারতীয় সেনা। কারা সেনাঘাঁটি লক্ষ্য করে গুলি চালাল, তা খুঁজে বের করতেই শুরু হয়েছে অভিযান।

শনিবার বিকাল নাগাদ সংঘর্ষ বিরতির পথে নাম ভারত। পাকিস্তানের করা আর্জিতে সম্মতি জানিয়ে আজ বিকাল ৫টা থেকে স্থল, জল ও আকাশপথে সেনা ‘অ্যাকশন’ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেয় নয়াদিল্লি। গত এক সপ্তাহ ধরে যে আবহ তৈরি হয়েছে, তা অনেকটা প্রশমন হয়েছিল বলে জানাচ্ছিলেন বিশেষজ্ঞরা। কিন্তু সূর্য ডুবতেই নিজের আসল রূপ দেখিয়ে দিল পাকিস্তান। সংবাদ সংস্থা ANI সূত্রে জানা গিয়েছে, কাশ্মীরের একাধিক এলাকায় বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে। আকাশে উড়তে দেখা গিয়েছে পাক ড্রোন। নিয়ন্ত্রণরেখা-সহ মোট ১১টি জায়গায় সীমান্ত হয়ে গুলিবর্ষণ করেছে পাক সেনা।

প্রতিবেদনটি সংবাদ সংস্থার তথ্যের ভিত্তিতে লেখা।