মোদীতেও আছেন, মমতাতেও আছেন, কীভাবে ‘পরশপাথর’ হয়ে উঠলেন পিকে?

Prashant Kishor: এরপর প্রশান্ত কিশোরকে দেশে ডেকে নিয়ে আসেন মোদী। যেখান থেকে শুরু তাঁর জীবনের দ্বিতীয় অধ্যায়। যা পরবর্তীতে তাঁকে রাজনীতির 'মেঘনাদে' পরিণত করেছে। মেঘের অন্তরালে থেকেই লক্ষ্যে পৌঁছে দিয়েছেন নিয়োগকর্তা রাজনৈতিক দলগুলিকে। জনসাধারণের কাছে হয়েছেন 'পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট'।

মোদীতেও আছেন, মমতাতেও আছেন, কীভাবে পরশপাথর হয়ে উঠলেন পিকে?
প্রতীকী ছবিImage Credit source: নিজস্ব চিত্র

|

Oct 10, 2025 | 11:03 AM

কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের রাজনীতি মানেই কর্পোরেট আদপ-কায়দা, কিন্তু তাঁর এই কর্পোরেট ভাবনাচিন্তায় শান দেওয়াল কে? কিংবা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাঁর সঙ্গে নিভৃতে জুড়ে থাকা চা-ওয়ালা শব্দটাকে সাধারণের সামনে তুলে ধরল কে? এই দু’জনের অবস্থান দুই মেরুতে। কিন্তু এদের মাঝে একটাই ব্যক্তি, একটাই মাথা সেটা হল প্রশান্ত কিশোর। নামটা চেনা। সাদা জামা-কালো প্যান্ট। একটা ছাপোষা ভাব। কিন্তু মগজাস্ত্রের খেলায় তিনিই যেন সেরার সেরা। কিন্তু আজকের প্রশান্ত কিশোর তৈরি হলেন কীভাবে? তিনি কখনও হতে চেয়েছিলেন সচিব, কখনও বা নেতা। কিন্তু দিনশেষে কী হলেন? একুশের নির্বাচনের পর রাজনৈতিক কৌশলীর পদ থেকে সরে দাঁড়ানো, তারপর কী করছেন তিনি? এখন কোথাই বা রয়েছেন? একদম প্রথম অধ্যায় থেকে শুরু করা যাক। যে অধ্যায় বুনেছিল আজকের প্রশান্ত কিশোরকে। ...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন