
কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের রাজনীতি মানেই কর্পোরেট আদপ-কায়দা, কিন্তু তাঁর এই কর্পোরেট ভাবনাচিন্তায় শান দেওয়াল কে? কিংবা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাঁর সঙ্গে নিভৃতে জুড়ে থাকা চা-ওয়ালা শব্দটাকে সাধারণের সামনে তুলে ধরল কে? এই দু’জনের অবস্থান দুই মেরুতে। কিন্তু এদের মাঝে একটাই ব্যক্তি, একটাই মাথা সেটা হল প্রশান্ত কিশোর। নামটা চেনা। সাদা জামা-কালো প্যান্ট। একটা ছাপোষা ভাব। কিন্তু মগজাস্ত্রের খেলায় তিনিই যেন সেরার সেরা। কিন্তু আজকের প্রশান্ত কিশোর তৈরি হলেন কীভাবে? তিনি কখনও হতে চেয়েছিলেন সচিব, কখনও বা নেতা। কিন্তু দিনশেষে কী হলেন? একুশের নির্বাচনের পর রাজনৈতিক কৌশলীর পদ থেকে সরে দাঁড়ানো, তারপর কী করছেন তিনি? এখন কোথাই বা রয়েছেন? একদম প্রথম অধ্যায় থেকে শুরু করা যাক। যে অধ্যায় বুনেছিল আজকের প্রশান্ত কিশোরকে। ...