
মুম্বই: রবিবার এক অভূতপূর্ব সন্ধের সাক্ষী থাকল মুম্বই। এদিন নীতা মুকেশ অম্বানি কালচারাল সেন্টারে আয়োজন হয়েছিল সীতা চরিতম নাটকের। যেখানে সীতার চোখ দিয়ে রামায়ণ কেমন ছিল, তাই তুলে ধরা হয়। ৫০০ জনের অধিক শিল্পী, নাচ-গান সব মিলিয়ে একেবারে জমজমাটি সন্ধে।
এই বিশেষ আয়োজন দেখতে সেই কালচারাল সেন্টারে উপস্থিত হয়েছিলেন শহরের চেনা মুখেরা। গিয়েছিলেন বলিউড অভিনেতা বিক্রম ম্যাসে, অভিনেত্র্রী হিনা খান-সহ অনেকেই। অনুষ্ঠান শেষে বিক্রম বলেন, ‘এখানে এসে আমি খুব খুশি। শ্রীবিদ্যাজি অসম্ভব সুন্দর অভিনয় ও পরিচালনা করেছেন।’ হিনা খান আবার বলেন, ‘গোটা শরীর জুড়ে এখনও কাঁটা দিচ্ছে। এ এক অদ্ভূত অভিজ্ঞতা। সীতা রূপে শ্রীবিদ্যার অভিনয় অসাধারণ। এমনকি, অন্য অভিনেতারাও খুব ভাল কাজ করেছেন।’
তবে এনারাও ছাড়াও এই অনুষ্ঠান দেখতে হাজির হয়েছিলেন মহারাষ্ট্র হাইকোর্টের প্রধান বিচারপতি অলোক আরাধে, গায়িকা অনুরাধা পাউদ্বল, বর্ষীয়ান অভিনেতা পঙ্কজ বেরি ও দলিপ তাহিল।
অনুষ্ঠান পরিচালনা কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, এই গোটা নাট্যানুষ্ঠানে ধারাবি, যা এশিয়া তথা এই দেশের সবচেয়ে বড় বস্তি সেখান থেকে ৫০-এর অধিক শিশু ও খুদে শিল্পী যোগ দিয়েছিলেন। তাদের অভিনয় দেখে মুগ্ধ হয়েছেন দর্শক। সমাজের প্রান্তিক শ্রেণি কীভাবে শিল্পের জন্ম দিতে পারে, তার সাক্ষী থেকেছে মুম্বই।
এদিন অনুষ্ঠান শেষে সঙ্গীতশিল্পী অনুরাধা পাউদ্বল বলেন, ‘এই অভিজ্ঞতা ভোলার মতো নয়। সংস্কৃতি ও ধর্মের প্রতি নতুন প্রজন্মের আগ্রহ তৈরি করতে এই ধরণের প্রযোজনা আরও প্রয়োজন।’