ভ্যাকসিনের স্লট পাচ্ছেন না? চোখ রাখবেন কোন কোন ওয়েবসাইটে
ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া শুরু হলেও স্লট না পেয়ে মুস্কিলে পড়ছেন অনেকেই। একাধিক ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে সেই তথ্য
১৮ থেকে ৪৪ বছর বয়সীদের ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে চলতি মাসে। রেজিস্ট্রেশন শুরু হওয়ার পর থেকে নিজেদের নাম কো-উইন অ্যাপে নথিভুক্ত করেছেন কয়েক লক্ষ মানুষ। কিন্তু স্লট খুঁজে পাচ্ছেন না অনেকেই। বাড়ির কাছে কোন টিকাকরণ কেন্দ্রে টিকা পাওয়া যাবে, তা নিয়ে সমস্যায় পড়েছেন অনেকেই। আর সেই স্লট খুঁজে দিতে রয়েছে একাধিক ওয়েবসাইট। সেগুলির সাহায্যে সহজেই স্লট খুঁজে নেওয়া সম্ভব।
VaccinateMe (ভ্যাকসিনেট মি)
জনপ্রিয় ফিটনেস অ্যাপ ‘হেলথফাইমি’ তৈরি করেছে এই অ্যাপ। শুধুমাত্র আপনার বাড়ির কাছের টিকাকরণ কেন্দ্র খুঁজে দেবে না এটি। আপন কত দামের ডোজ নিতে চান, কোন ভ্যাকসিন নিতে চান, সবটাই বেছে নেওয়া যাবে।
GetJab.in (গেটজ্যাব ডট ইন)
এই ওয়েবসাইটে প্রত্যেকে নিজের নাম, ঠিকানা, ইমেইল আইডি ও ফোন নম্বর দিতে পারেন। আপনার আশেপাশে কোথাও স্লট ফাঁকা হলে, তা জানান দেবে নোটিফিকেশনে। আইএসবি-র প্রাক্তনী শ্যাম সুন্দর ও তাঁর বন্ধুরা মিলে এই ওয়েবসাইট চালান।
Under45.in (আন্ডার ফর্টি ফাইভ ডট ইন)
টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে আপনার সঙ্গে যোগাযোগ করবে এই ওয়েবসাইট। ওয়েব সাইটে গিয়ে নিজের নাম, ঠিকানা, কোন ভ্যাকসিন নিতে চান- সেই তথ্য দিতে হবে। স্লট ফাঁকা থাকলে টেলিগ্রামের মাধ্যমে জানা যাবে। এই অ্যাপ্লিকেশনের মালিক বার্টি থমাস।
আরও পড়ুন: সতর্ক বার্তা এল তৃতীয় ঢেউয়ের! আপনার অসাবধানতা বিপদ বাড়াবে আপনার শিশুর
paytm (পেটিএম)
সম্প্রতি এক নতুন ফিচার এনেছে জনপ্রিয় এই অ্যাপ। কো-উইন অ্যাপের মতোই কাজ করবে পেটিএম- এর এই নতুন ফিচার। কো-উইন অ্যাপ থেকে রিয়েল টাইম ডেটা সংগ্রহ করে কাজ করবে এই ওয়েবসাইট। আর সেই তথ্য আপডেট করা হবে পেটিএমের এই ফিচারে। পেটিএম অ্যাপে নিজেদের এলাকার পিন কোড বা জেলার নাম লিখে ভ্যাকসিনেশন সেন্টার এবং স্লট খুঁজতে পারবেন। স্লট খালি হলে নোটিফিকেশনও এসে যাবে ইউজারের কাছে।