AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Railways: থার্ড এসি কোচের থেকেও কম খরচে AC ট্রেন উপভোগ করতে চান, জানুন কী করতে হবে

Railways: অনেকেই এসি কামরায় যাত্রা করতে চান, তবে খরচ বেশি হওয়ায় যাত্রীরা সবসময় তা পারেন না। জেনে নিন কীভাবে বুক করতে হবে।

Railways: থার্ড এসি কোচের থেকেও কম খরচে AC ট্রেন উপভোগ করতে চান, জানুন কী করতে হবে
ফাইল ছবিImage Credit: PTI
| Updated on: Apr 10, 2025 | 9:14 PM
Share

নয়া দিল্লি: অনেক রেলযাত্রীই মনে করেন যে থার্ড এসি কোচটি হল ট্রেনের সবথেকে সস্তা এসি কোচ। কিন্তু তা নয়। ট্রেনে থাকে আরও একটি এসি কোট, যা থার্ড এসির তুলনায় সস্তা। অর্থাৎ এসি উপভোগ করা যাবে, সঙ্গে খরচও হবে কম।

ওই কোচটিকে বলা হয় AC 3E বা থার্ড এসি ইকোনমি কোচ। এই কোচের টিকিটের দাম থার্ড এসি কোচের থেকে কম। তবে, এই কোচের কোনও কোনও সুবিধা থার্ড এসি কোচের থেকে আলাদা।

থার্ড এসি কোচের টিকিটের দামের তুলনায় এবং থার্ড এসি ইকোনমি কোচের টিকিটের দাম ৬ থেকে ৭ শতাংশ কম হয়। অর্থাৎ, বেশ কিছু টাকা কম খসবে ওই কোচে যাত্রা করলে। ২০২১ সালে ভারতীয় রেল ট্রেনগুলিতে থার্ড এসি ইকোনমি কোচের সুবিধা দেওয়া শুরু করে। অনেকেই এখনও বিষয়টি সম্পর্কে অবগত নয়।

থার্ড এসি কোচে বার্থের বা আসনের সংখ্যা কম। তুলনায় থার্ড এসি ইকোনমি কোচে থাকে বেশি সংখ্যক বার্থ। থার্ড এসি-তে যেখানে ৭২টি বার্থ রয়েছে, সেখানে থার্ড এসি ইকোনমি কোচে রয়েছে ৮৩টি বার্থ।

থার্ড এসি ইকোনমি কোচে, পাশের সিটগুলিতেও থাকে মিডল বার্থ। থার্ড এসি কোচে তা থাকে না। এই সুবিধা অবশ্য প্রতিটি ট্রেনে পাওয়া যায় না। এই সুবিধা শুধুমাত্র নির্বাচিত ট্রেনগুলিতেই পাওয়া যাবে।

যদি আপনি থার্ড এসি ইকোনমিতে টিকিট বুক করতে চান, তাহলে IRCTC-এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অথবা রেলওয়ে কাউন্টারে গিয়ে অনলাইনে আপনার টিকিট বুক করতে পারেন।