বিশ্বে প্রথমবার দুই পরমাণু দেশের ড্রোনযুদ্ধ, ভারত হবে ড্রোনাচার্য?

Drone: লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার পরও যদি দেখা যায় কোনও প্ল্যান পরিবর্তন হয়েছে বা টার্গেটের আশপাশে কোনও সাধারণ মানুষের উপস্থিতি আছে, তাহলে শেষ মুহূর্তে কমান্ড দিয়ে একে ফিরিয়ে আনা সম্ভব।

বিশ্বে প্রথমবার দুই পরমাণু দেশের ড্রোনযুদ্ধ, ভারত হবে ড্রোনাচার্য?
Image Credit source: GFX- TV9 Bangla

May 10, 2025 | 12:35 PM

প্রায় ১০০ বছর আগে ড্রোন তৈরি হলেও মাত্র কয়েক বছর আগেই সেই আকাশযন্ত্রের ব্যবহার বেড়েছে। ভারতের মাটিতেও তৈরি হয়েছে অত্যাধুনিক সব ড্রোন। আকাশ থেকে ছবি তোলা অথবা পণ্য পরিবহনেও এখন ব্যবহার করা হচ্ছে ড্রোন। তবে আদতে এই মানববিহীন যন্ত্র যে কী করতে পারে, সেটাই দেখা গেল গত কয়েকদিনে। বিবিসি (BBC) বলছে, বিশ্বে প্রথমবার দুটো পরমাণু শক্তিধর দেশের মধ্যে ড্রোন-যুদ্ধ চলছে। গত ৭ মে ভারতের সামরিক অভিযান ‘অপারেশন সিঁদুর’ শুরু হওয়ার পর থেকে যে সামরিক পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে একটা বড় ভূমিকা রয়েছে মিলিটারি ড্রোনের। মিসাইল, যুদ্ধবিমান তো আছেই, তবে আসল কাজটা করছে ড্রোন। বিশেষজ্ঞরা মনে করছেন, ভারত-পাকিস্তান সংঘাতের আবহে ড্রোনের সামরিক ব্যবহারের নতুন দিক সামনে আসছে। না হয় কোনও শব্দ, নীরবে ঢুকে পড়তে পারে শত্রুঘাঁটিতে। ওড়াতে লাগে না কোনও চালকও। ...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন