মহিলাদের জন্য এই প্রকল্প বন্ধ হয়ে গেল এপ্রিল থেকে, খোলা যাবে না অ্যাকাউন্ট
Govt scheme: এই স্কিমে বিনিয়োগকারী মহিলারা ৭.৫ শতাংশ সুদ পাবেন। এখন এই স্কিমের অধীনে কোনও অ্যাকাউন্ট খোলা যাবে না।

নয়া দিল্লি: ‘মহিলা সম্মান সঞ্চয় সার্টিফিকেট’ প্রকল্পটি গত ৩১ মার্চ থেকে আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এই প্রকল্পের অধীনে কোনও বিনিয়োগ করা হবে না। অর্থ মন্ত্রকের তরফ থেকে অর্থনৈতিক বিষয়ক বিভাগ (DEA) গত ২৭ মার্চ একটি সরকারি চিঠি দিয়ে আনুষ্ঠানিকভাবে এ কথা ঘোষণা করেছে।
৩১ মার্চ, ২০২৫ পর্যন্ত কার্যকর থাকছে এই প্রকল্প। এই তারিখের পরে, এই প্রকল্পের অধীনে কোনও নতুন আমানত গ্রহণ করা হবে না।
‘মহিলা সম্মান সঞ্চয়পত্র’ এখন বিনিয়োগের জন্য বন্ধ। এখন আপনাকে বিনিয়োগের জন্য অন্য কোনও সরকারি প্রকল্পের খোঁজ করতে হবে। এই স্কিমে বিনিয়োগকারী মহিলারা ৭.৫ শতাংশ সুদ পাবেন। এখন এই স্কিমের অধীনে কোনও অ্যাকাউন্ট খোলা যাবে না।
এই স্কিমে সর্বনিম্ন বিনিয়োগের পরিমাণ ছিল ১ হাজার টাকা এবং সর্বোচ্চ বিনিয়োগের পরিমাণ ছিল ২ লক্ষ টাকা। এই স্কিমটি শুধুমাত্র মহিলা বিনিয়োগকারীদের জন্য উপলব্ধ ছিল।
তবে এই স্কিম ছাড়াও, আপনি সরকার পরিচালিত এই স্কিমগুলিতে বিনিয়োগ করতে পারবেন। এর মধ্যে রয়েছে পাবলিক প্রভিডেন্ট ফান্ড (পিপিএফ)। এটি একটি করমুক্ত সুদ সহ বিনিয়োগ এবং ১৫ বছরের মেয়াদ। এই স্কিমে আপনি ৭.১ শতাংশ সুদ পাবেন। দ্বিতীয় প্রকল্পটি হল সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY)। কন্যা শিশুদের জন্য তৈরি, এই প্রকল্পটি উচ্চ সুদের হার এবং কর সুবিধা প্রদান করে। এই স্কিমে বর্তমানে ৮.২ শতাংশ সুদের হার পাওয়া যাচ্ছে।





