
নয়া দিল্লি: ভারতের রেলওয়ে নেটওয়ার্ক বিশ্বের অন্যতম বড় এবং ব্যস্ততম নেটওয়ার্ক। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ট্রেনে চেপে যাতায়াত করেন। কিছু ট্রেন দীর্ঘ দূরত্ব অতিক্রম করে, আবার কোনও কোনও ট্রেন ছোট রুটে চলাচল করে।
কেরলে রয়েছে এমনই একটি বিশেষ ট্রেন, যা মাত্র ৯ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে এবং মাত্র তিনটি কোচ রয়েছে। এটিকে দেশের সবচেয়ে ছোট ট্রেন বলা হয়। এটি কোচিন হারবার টার্মিনাস (CHT) থেকে এর্নাকুলাম জংশন পর্যন্ত চলে। এর যাত্রা সংক্ষিপ্ত। কিন্তু এই ট্রেন এক অনন্য অভিজ্ঞতা দেয়।
সবুজ রঙের এই DEMU ট্রেনটি দিনে দুবার, সকাল এবং সন্ধ্যায় চলে। এটি মাত্র ৪০ মিনিটে ৯ কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করে। কেরলের ঘন বন, মাঠ এবং নদীর তীর পেরিয়ে যায়। পথে চোখে পড়ে অসাধারণ প্রাকৃতিক দৃশ্য। ট্রেনটিতে মাত্র ১০-১২ জন যাত্রী থাকে, যদিও এতে ৩০০ জন যাত্রী বসতে পারে।
যাত্রীর অভাবের কারণে, রেলওয়ে বেশ কয়েকবার এই ট্রেনটি বন্ধ করার কথা ভেবেছে, কিন্তু এটি এখনও চালু রাখা হয়েছে, কারণ পর্যটকরা এই লাইন বিশেষভাবে পছন্দ করছে। ভারতে অন্যান্য স্বল্প দূরত্বের ট্রেন রয়েছে, যেমন বরকাকানা-সিদ্ধওয়ার প্যাসেঞ্জার, গড়ি হরসারু-ফারুখনগর ডেমু এবং জাসিডিহ-বৈদ্যনাথধাম মেমু। কিন্তু কোচিন-এরনাকুলাম ট্রেনটি তার স্বল্প দূরত্ব এবং তিনটি কোচের জন্য জনপ্রিয়। কেরল ভ্রমণ করলে এই ট্রেনে উঠতেই হবে। ৯ কিলোমিটারের এই যাত্রা পর্যটকদের একেবারে প্রকৃতির মাঝে নিয়ে যাবে। তাই এই সুযোগ হাতছাড়া করতে চান না পর্যটকরা।