
পশ্চিম আফ্রিকা: তিন ভারতীয়কে পণবন্দি করল আল-কায়দা গোষ্ঠীর জঙ্গিরা। যা ঘিরে নয়াদিল্লির সাউথ ব্লকে এখন উদ্বেগের পরিস্থিতি। পশ্চিম আফ্রিকার দেশ মালির একটি কারখানায় কাজ করছিলেন ওই তিন ভারতীয়। তখনই সেখানে হানা দেয় সন্ত্রাসবাদীরা। চলে গুলি-গালা। তুলে নিয়ে যায় ওই তিন জনকে।
ইতিমধ্যে সেই খবর এসে পৌঁছছে নয়াদিল্লিতে। মালির সরকারের সঙ্গে যোগাযোগ করেছে কেন্দ্রীয় বিদেশমন্ত্রক। এই প্রসঙ্গে জয়শঙ্করের দফতর জানিয়েছে, ‘মঙ্গলবার মালির ডায়মন্ড সিমেন্ট কারখানায় হানা দেয় কিছু সন্ত্রাসবাদীরা। ওই কারখানাতেই তিন ভারতীয় নাগরিক কর্মরত ছিলেন। যে সময় হামলা চলে তারা সেখানেই উপস্থিত ছিলেন। যার পরিণাম তাদের পণবন্দি করে সন্ত্রাসবাদী। এই ঘটনা অত্যন্ত উদ্বেগজনক।’
বিদেশমন্ত্রক আরও জানিয়েছে, ‘ইতিমধ্যেই পশ্চিম আফ্রিকার রাজধানী বামাকোতে অবস্থিত ভারতীয় দূতাবাসে খবর গিয়েছে। তারা তৎপরতার সঙ্গে সেখানকার সরকারের সহযোগিতায় ওই তিন ভারতীয় নাগরিককে উদ্ধারের কাজে নেমেছে। পাশাপাশি অপহৃতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।’
মালির বেশ কিছু সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, আল-কায়দা গোষ্ঠীর ছায়া সংগঠন জামাত নুসরাত আল-ইসলাম মুসলিমিন, সেই সিমেন্ট কারখানায় হামলার দায় স্বীকার করেছে। জানা গিয়েছে, মঙ্গলবার শুধুই ওই সিমেন্ট কারখানা নয়। সেই দেশের একাধিক জায়গায়, বিশেষ করে সেনাঘাঁটিগুলি লক্ষ্য করে হামলা চালায় ওই সন্ত্রাসী গোষ্ঠী।
মালিয়ান সেনা একটি বিবৃতিতে জানিয়েছে, সেনাঘাঁটিগুলিতে হামলা চালাতেই পাল্টা গুলি চালায় তারা। ইতিমধ্যে ৮০ জনের অধিক সন্ত্রাসবাদীকে শেষ করেছে তারা।