TMC in Kashmir: ওমর আব্দুল্লার পাশে তৃণমূল, কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফেরানোর পক্ষে সওয়াল

TMC in Kashmir: তৃণমূলের প্রতিনিধিদলে রয়েছেন রাজ্যের মন্ত্রী মানস ভূইঁয়া, সাংসদ ডেরেক ও’ব্রায়েন, সাংসদ সাগরিকা ঘোষ, নাদিমুল হক এবং মমতাবালা ঠাকুর।

TMC in Kashmir: ওমর আব্দুল্লার পাশে তৃণমূল, কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফেরানোর পক্ষে সওয়াল
কাশ্মীরে তৃণমূলের প্রতিনিধিদলImage Credit source: twitter

May 22, 2025 | 3:12 PM

কাশ্মীর: অপারেশন সিঁদুরের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের সীমান্তবর্তী এলাকায় থাকা একাধিক গ্রাম। সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েছে তৃণমূলের একটি প্রতিনিধিদল। পাঁচজনের সেই প্রতিনিধিদল ইতিমধ্যেই কাশ্মীরে পৌঁছে গিয়েছে। বুধবার জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহের সঙ্গে দেখা করেন তাঁরা। ওমরের পাশে দাঁড়িয়ে রাজ্যের মর্যাদা ফেরানোর দাবি তুলেছেন তাঁরা।

তৃণমূলের প্রতিনিধিদলে রয়েছেন রাজ্যের মন্ত্রী মানস ভূইঁয়া, সাংসদ ডেরেক ও’ব্রায়েন, সাংসদ সাগরিকা ঘোষ, নাদিমুল হক এবং মমতাবালা ঠাকুর। তাঁদের সঙ্গে ওমর আবদুল্লাহের প্রায় দেড় ঘণ্টার বৈঠক হয়েছে বলে জানা যাচ্ছে। এরপরই মানস ভূইঁয়া জানিয়েছেন, তাঁরা চান, ওমর আবদুল্লাহ যেন মুখ্যমন্ত্রীর কাজ করতে পারেন। তিনি আরও বলেন, “এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর কাজ করার যে অধিকার, সেই বিষয়ে সবার পর্যালোচনা করা উচিত। সরকারের কাজ যেভাবে দরকার সেভাবে করা উচিৎ।”

তৃণমূলের আর এক সাংসদ সাগরিকা ঘোষ জানিয়েছেন, কাশ্মীরের সীমান্তবর্তী এলাকার গ্রামগুলি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সব সম্প্রদায়ের মানুষই ক্ষতির মুখে পড়েছে। সেই পরিস্থিতি সামনে আসছে না বলেও দাবি করেন তিনি।