Saayoni Ghosh: সংসদে ফের প্রশ্ন করলেন সায়নী, পেলেন কোনও জবাব?

Jul 25, 2024 | 7:18 PM

Saayoni Ghosh: সায়নীর প্রশ্ন ছিল বিমানের ভাড়া নিয়ে। তিনি বলেন, "বহু বয়স্ক সাংসদ বিমানে যাতায়াত করেন। শারীরিক অসুস্থতার কারণে ও সময় বাঁচানোর জন্য যাতায়াত করেন তাঁরা। আমার প্রশ্ন হল, সেই বয়স্ক যাত্রীদের জন্য কি ভাড়ায় কোনও সুবিধা পাওয়া যায়?"

Saayoni Ghosh: সংসদে ফের প্রশ্ন করলেন সায়নী, পেলেন কোনও জবাব?
সায়নী ঘোষ
Image Credit source: Loksabha Tv

Follow Us

নয়া দিল্লি: বছর কয়েক আগে তৃণমূলে যোগ দিলেও সংসদে এই প্রথম পা রেখেছেন সায়নী ঘোষ। টলিউডের অভিনেত্রী হিসেবে যাঁকে চিনতেন দর্শকরা, তিনি এখন যাদবপুরের মতো গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্রের সাংসদ তিনি। নিয়মিত লোকসভার অধিবেশনে উপস্থিত থাকতেও দেখা যাচ্ছে তাঁকে। এবার সায়নী ঘোষ ফের প্রশ্ন করলেন সংসদে। গত মঙ্গলবার বাজেট পেশ হওয়ার পর থেকে বাজেটের ওপর চলছে আলোচনা। বিভিন্ন দলের সাংসদেরা প্রশ্ন তুলছেন। সোমবারের পর বৃহস্পতিবার সায়নীকে প্রশ্ন করতে দেখা গেল।

সায়নীর প্রশ্ন ছিল বিমানের ভাড়া নিয়ে। তিনি বলেন, “বহু বয়স্ক সাংসদ বিমানে যাতায়াত করেন। শারীরিক অসুস্থতার কারণে ও সময় বাঁচানোর জন্য যাতায়াত করেন তাঁরা। আমার প্রশ্ন হল, সেই বয়স্ক যাত্রীদের জন্য কি ভাড়ায় কোনও সুবিধা পাওয়া যায়? যদি পাওয়া যায়, তাহলে তার প্রক্রিয়া কী? আর যদি না থাকে, তাহলে এমন কিছু করা কি সম্ভব?”

তাঁর প্রশ্নের অবশ্য সদুত্তর মেলেনি। অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কিনজারাপু রামমোহন নাইডু জানিয়েছে, এই বিষয়টি নিয়ে তিনি আলোচনা করবেন।

এর আগে গত সোমবার মেট্রো সম্প্রসারণ নিয়ে প্রশ্ন তোলেন সায়নী। তাঁর প্রশ্ন ছিল, কবি সুভাষ থেকে বারুইপুর পর্যন্ত মেট্রো সম্প্রসারণের কাজে অনুমোদন মিললেও কোনও কাজ হয়নি। ২০১৭ সালে আদিগঙ্গার ওপর মেট্রোর কাজ শেষ হওয়ার কথা ছিল।

Next Article
স্ত্রী আদিবাসী, স্বামী মুসলিম! চাঞ্চল্যকর প্রশ্ন তুলে NRC লাগু করার দাবি সাংসদের
Politics and dating apps: যদি হও সিপিএম, তবেই আমি করব প্রেম