৭১ দিনে পড়ল কৃষক আন্দোলন, রাজ্যসভায় সরব তৃণমূল

sreejayee das |

Feb 04, 2021 | 2:23 PM

গাজিপুর সীমানায় পুলিশি ব্যারিকেডের কারণে পিছিয়ে আসতে হয় তাঁদের।

Follow Us

কৃষকদের সঙ্গে দেখা করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়লেন ১০ বিরোধী দলের সাংসদ। প্রতিনিধি দলে ছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়ও। গাজিপুর সীমানায় পুলিশি ব্যারিকেডের কারণে পিছিয়ে আসতে হয় তাঁদের। পরে সৌগত রায় বলেন, “আমরা ১০টা রাজনৈতিক দলের সাংসদ আজ কৃষকদের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। কিন্তু বলা হল এটা প্রহিবিটেড এরিয়া। ওদিকে কৃষকদের জল নেই, খাবার নেই, শৌচাগারের ব্যবস্থা নেই। বিষয়টা আমরা সংসদে তুলব।”

কৃষকদের সঙ্গে দেখা করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়লেন ১০ বিরোধী দলের সাংসদ। প্রতিনিধি দলে ছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়ও। গাজিপুর সীমানায় পুলিশি ব্যারিকেডের কারণে পিছিয়ে আসতে হয় তাঁদের। পরে সৌগত রায় বলেন, “আমরা ১০টা রাজনৈতিক দলের সাংসদ আজ কৃষকদের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। কিন্তু বলা হল এটা প্রহিবিটেড এরিয়া। ওদিকে কৃষকদের জল নেই, খাবার নেই, শৌচাগারের ব্যবস্থা নেই। বিষয়টা আমরা সংসদে তুলব।”

Next Video