Supreme Court News: কার্যকর হবে না গবাইয়ের দেওয়া রায়! আরাবল্লী নিয়ে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের

Supreme Court on Aravalli: আরাবল্লী পাহাড়িশ্রেণির কোনও অংশকে পাহাড় বলে বিবেচনা করা হবে, সেই নিয়ে একটি সংজ্ঞা নির্ধারণ করেছিল কেন্দ্র। দেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক জানিয়েছিল, সমুদ্রপৃষ্ঠ থেকে নয়, বরং ভূপৃষ্ঠ থেকে ১০০ মিটার বা তার বেশি উচ্চতার ভূখণ্ডই কেবলমাত্র পাহাড় বলে গণ্য হবে — এই সংজ্ঞায় সিলমোহর দিয়েছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গবাইয়ের বেঞ্চ।

Supreme Court News: কার্যকর হবে না গবাইয়ের দেওয়া রায়! আরাবল্লী নিয়ে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
কী বলল সুপ্রিম কোর্ট?Image Credit source: PTI

|

Dec 29, 2025 | 3:01 PM

নয়াদিল্লি: প্রয়োজন সুস্পষ্ট ব্যাখ্যার। আরাবল্লীর ‘সংজ্ঞা’ নিয়ে বড় রায় দেশের শীর্ষ আদালতের। আগের রায়ে স্থগিতাদেশ চাপিয়ে একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সূর্য কান্ত নেতৃত্বাধীন বেঞ্চ।

শনিবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে আরাবল্লী পাহাড়শ্রেণির ‘সংজ্ঞা’ নিয়ে চলা বিতর্কের মাঝে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে দেশের শীর্ষ আদালত। গত মাসে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গবাইয়ের বেঞ্চ আরাবল্লী পাহাড়ের সংজ্ঞা নিয়ে দেওয়ার রায়ের পর তৈরি হওয়া বিতর্কে ইতি টানতেই সরব হন বর্তমান প্রধান বিচারপতি। সোমবার ছিল সেই মামলার শুনানি।

কী জানাল শীর্ষ আদালত?

আরাবল্লী পাহাড়িশ্রেণির কোনও অংশকে পাহাড় বলে বিবেচনা করা হবে, সেই নিয়ে একটি সংজ্ঞা নির্ধারণ করেছিল কেন্দ্র। দেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক জানিয়েছিল, সমুদ্রপৃষ্ঠ থেকে নয়, বরং ভূপৃষ্ঠ থেকে ১০০ মিটার বা তার বেশি উচ্চতার ভূখণ্ডই কেবলমাত্র পাহাড় বলে গণ্য হবে — এই সংজ্ঞায় সিলমোহর দিয়েছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গবাইয়ের বেঞ্চ।

কিন্তু সোমবার গত মাসে দেওয়া সুপ্রিম কোর্টের রায়কে স্থগিত করার সিদ্ধান্ত জানায় দেশের শীর্ষ আদালত। বেঞ্চের পর্যবেক্ষণ, ‘আমরা মনে করি কমিটির সুপারিশ এবং আদালতের পূর্বে নির্দেশ স্থগিত রাখা প্রয়োজন।’ আরাবল্লীর ‘সংজ্ঞা’ নিয়ে তৈরি হওয়া বিতর্কের আবহে একটি নতুন কমিটি গঠনের নির্দেশ দিল প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ।

আদালত জানিয়েছে, ‘নিরপেক্ষ এবং স্বাধীনচেতা বিশেষজ্ঞদের মতামত গ্রহণের প্রয়োজন রয়েছে। কেন বিতর্ক তৈরি হচ্ছে, তাও খতিয়ে দেখা প্রয়োজন।’ এদিন শুনানি চলাকালীন প্রধান বিচারপতি বলেন, ‘কেন্দ্রের প্রস্তাবিত সংজ্ঞা অনেকটাই সংকীর্ণ। যা স্বাভাবিক ভাবেই এই ধরনের সংরক্ষিত অঞ্চলের ধারনাকেও সংকুচিত করে।’ আগামী ২১ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।