
নয়াদিল্লি: দুর্গাপুরের পর সরাসরি দিল্লি। মাঝে ব্যবধান অনেকটা। কিন্তু ছবি যেন প্রায় এক। দিল্লির দক্ষিণ এশিয়া বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে গণধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল চার জনের বিরুদ্ধে। বিশ্ববিদ্যালয়েরই একটি নির্মীয়মান জায়গায় টেনে নিয়ে যাওয়া হয় ওই ছাত্রীকে। তারপরই ধর্ষণের চেষ্টা। যা প্রকাশ্যে আসতেই উত্তাল হয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
নিগৃহীত ওই ছাত্রী দিল্লির আন্তর্জাতিক দক্ষিণ এশিয়া বিশ্ববিদ্যালয়ের (South Asian University) বি-টেকের প্রথম বর্ষের পড়ুয়া। দ্য় হিন্দুর একটি প্রতিবেদন অনুযায়ী, সোমবার দুপুর ৩টে নাগাদ ময়দান গ্রাহী থানায় এই সংক্রান্ত অভিযোগ দায়ের করা হয়। তারপর ঘটনাস্থলে পৌঁছয় পুলিশের একটি প্রতিনিধি দল। এদিন দক্ষিণ দিল্লির ডেপুটি কমিশনার অঙ্কিত চৌহান বলেন, ‘নিগৃহীত ছাত্রীর এক পরিচিত থানায় এসে অভিযোগ দায়ের করেন। সেই ভিত্তিতে আমরা ওই পড়ুয়ার সঙ্গে যোগাযোগ করি। ইতিমধ্য়েই তাঁর বয়ান রেকর্ড করা হয়েছে। নির্দিষ্ট ধারায় FIR-ও দায়ের করা হয়েছে।’
পুলিশি সূত্রে জানা গিয়েছে, গোপন বয়ানে নির্যাতিতা তাঁদের জানিয়েছেন, চার জন অভিযুক্ত তাঁর পোশাক টেনে ছিঁড়ে ফেলেন। তারপর তাঁকে গণধর্ষণেরও চেষ্টা করেন। এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও গ্রেফতারির খবর পাওয়া যায়নি। অভিযুক্তরা নিগৃহীতার পূর্ব পরিচিতি কিনা সেই সংক্রান্ত কোনও তথ্য এখনও পর্যন্ত মেলেনি। অবশ্য ওই গোটা দক্ষিণ এশিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সিসিটিভি দিয়ে ঢাকা বলেই জানিয়েছে পুলিশ। সুতরাং, অভিযোগের ভিত্তিতে যথাযথ সাক্ষ্য প্রমাণ সন্ধানে অসুবিধা হবে না বলেই মনে করছে তাঁরা। এই নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও।
ইতিমধ্য়েই এই গণধর্ষণের অভিযোগ ঘিরে বিশ্ববিদ্য়ালয় জুড়ে চড়েছে পারদ। কর্তৃপক্ষের বিরুদ্ধে আসরে নেমেছে পড়ুয়ারা। ক্য়াম্পাসে নিরাপত্তা প্রদান ও অভিযুক্তদের গ্রেফতারির দাবি ঘিরে তৈরি হয়েছে তুলকালাম পরিস্থিতি। চলছে স্লোগান, সরগরম হচ্ছে আবহ। প্রসঙ্গত, দিল্লি এই সাউথ এশিয়ান বিশ্ববিদ্য়ালয় আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ। যা তৈরি হয়েছে সার্ক গোষ্ঠীভুক্ত আটটি দেশে সহযোগিতায়। এই দেশগুলির অনুদানে এখানে চলে পড়াশোনা। পড়তে আসেন, দেশ-বিদেশের ছাত্রীরা।