Techno India University: এবার ত্রিপুরায় টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয়, উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা

Tripura CM inaugurates Techno India University: ইন্ডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা ও এমডি প্রফেসর সত্যম রায়চৌধুরী বলেন, "টেকনো ইন্ডিয়া গ্রুপের কাছে আলাদ গুরুত্ব রয়েছে ত্রিপুরার।" স্মৃতির সরণি বেয়ে তিনি বলেন, ১৯৮৮ সাল থেকে ত্রিপুরার সঙ্গে সম্পর্ক টেকনো ইন্ডিয়ার। ত্রিপুরার প্রথম কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে যাত্রা শুরু করে এখন শিক্ষাক্ষেত্রে যুবসমাজকে অনুপ্রাণিত করছে এবং তাঁদের মনের ইচ্ছে লালন-পালন করেছে।

Techno India University: এবার ত্রিপুরায় টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয়, উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা
ত্রিপুরার মুখ্যমন্ত্রীর হাতে দুর্গা প্রতিমা তুলে দেওয়া হচ্ছেImage Credit source: TV9 Bangla

Nov 15, 2025 | 11:55 AM

আগরতলা: ত্রিপুরায় উচ্চশিক্ষার ক্ষেত্রে বড় পদক্ষেপ টেকনো ইন্ডিয়া গ্রুপের। উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যে খুলে গেল টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয় (TIUT)। শুক্রবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা আগরতলায় টেকনো ইন্ডিয়া নলেজ ক্যাম্পাসে TIUT-র নবনির্মিত পরিকাঠামোর উদ্বোধন করেন। এই বিশ্ববিদ্যালয়ের সূচনাকে ত্রিপুরায় উচ্চশিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। স্মৃতির সরণি বেয়ে ত্রিপুরায় টেকনো ইন্ডিয়া গ্রুপের পথচলার কথা তুলে ধরলেন টেকনো ইন্ডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা ও এমডি সত্যম রায়চৌধুরী। বিশ্ববিদ্যালয়ের উদ্বোধনের পর উপহার হিসেবে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর হাতে দুর্গা প্রতিমা তুলে দেন টেকনো ইন্ডিয়া গ্রুপের কো-চেয়ারম্যান মানসী রায়চৌধুরী এবং টেকনো ইন্ডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা ও এমডি।

শুক্রবার আগরতলায় টেকনো ইন্ডিয়া নলেজ ক্যাম্পাসে ওই উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেন, এই অনুষ্ঠানটি প্রাতিষ্ঠানিক মাইলফলকের চেয়ে বেশি। তিনি বলেন, এ রাজ্যে শিক্ষার ক্ষেত্রে এটা বড় পদক্ষেপ। ত্রিপুরায় উচ্চশিক্ষার দাবি যে ক্রমশ বাড়ছে, তা স্পষ্ট। আগরতলায় টেকনো ইন্ডিয়া নলেজ ক্যাম্পাসে একাধিক রাজ্যের আড়াই হাজার পড়ুয়া পড়াশোনা করেন বলে তিনি উল্লেখ করেন। মুখ্যমন্ত্রীর পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মণ। এদিন রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়েছিল। গার্লস হস্টেল, বয়েজ হস্টল ও অডিটোরিয়ামের শিলান্যাসও হয়েছে।

নিজের বক্তব্যে টেকনো ইন্ডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা ও এমডি প্রফেসর সত্যম রায়চৌধুরী বলেন, “টেকনো ইন্ডিয়া গ্রুপের কাছে আলাদ গুরুত্ব রয়েছে ত্রিপুরার।” স্মৃতির সরণি বেয়ে তিনি বলেন, ১৯৮৮ সাল থেকে ত্রিপুরার সঙ্গে সম্পর্ক টেকনো ইন্ডিয়ার। ত্রিপুরার প্রথম কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে যাত্রা শুরু করে এখন শিক্ষাক্ষেত্রে যুবসমাজকে অনুপ্রাণিত করছে এবং তাঁদের মনের ইচ্ছে লালন-পালন করেছে। ত্রিপুরা সরকার ও রাজ্যের সাধারণ মানুষকে ধন্যবাদ জানান তিনি। এই শিক্ষা প্রতিষ্ঠানটি গড়ে তোলার ক্ষেত্রে সহযোগিতার জন্য মুখ্যমন্ত্রী মানিক সাহা, শিক্ষামন্ত্রী কিশোর বর্মণ ও ত্রিপুরা সরকারকে কৃতজ্ঞতা জানান টেকনো ইন্ডিয়া গ্রুপের কো-চেয়ারম্যান মানসী রায়চৌধুরী।

শুক্রবার ওই ক্যাম্পাসে সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়। বিকেলে ৩৩ কিলোভোল্ট বিদ্যুৎ সাবস্টেশন উদ্বোধন হয়। যেখানে যোগ দেন ত্রিপুরার বিদ্যুৎ ও কৃষিমন্ত্রী রতনলাল নাথ।