আইপ্যাকের ২৩ জনের বিরুদ্ধে মামলা রুজু ত্রিপুরায়, আগরতলায় পৌঁছল তৃণমূলের প্রতিনিধি দল
Tripura: ত্রিপুরায় পৌঁছল তৃণমূলের প্রতিনিধি দল। অন্যদিকে, আইপ্যাকের সদস্যদের বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইনে মামলা রুজু করে সমন পাঠাল পুলিশ।
আগরতলা: ত্রিপুরায় আটকে দেওয়া হয়েছে প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাকের সদস্যদের। হোটেল থেকে তাঁদের বেরতে দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। আর এই ঘটনার পরই ত্রিপুরায় যাওয়ার সিদ্ধান্ত নেয় তৃণমূল। বুধবার সকালেই ত্রিপুরা পৌঁছল তৃণমূলের প্রতিনিধি দল। তৃণমূলের তরফ থেকে গিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, আইনমন্ত্রী মলয় ঘটক ও আইএনটিটিউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আজ সকালেই আগরতলা পৌঁছন তাঁরা। অন্যদিকে, আইপ্যাক সংস্থার ২৩ জনের বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইনে মামলা রুজু করেছে পুলিশ। ইতিমধ্যেই তাঁদের সমন পাঠানো হয়েছে।
গত দু’দিন ধরেই ত্রিপুরায় প্রশান্ত কিশোরের সংস্থার সদস্যদের আটকে রাখার অভিযোগ উঠেছে। অভিযোগ, হোটেলে আটকে রাখা হয়েছে সংস্থার ২৩ জনকে। আজ তাঁদের বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইনে মামলা রুজু করেছে পুলিশ। তাঁদের সমনও পাঠানো হয়েছে। পুলিশের কাছে হাজিরা দিতে হবে ওই ২৩ জনকে। আইপ্যাকের দাবি, তাঁরা মানুষের সঙ্গে নিছকই কথা বলতে গিয়েছিলেন, আর তাতেই বাধার মুখে পড়তে হয়েছে।
এ দিন সকালে বিমানবন্দরে ঋতব্রত বলেন, ‘গণতান্ত্রিক দেশে মগের মুলুকের মত আচরণ হচ্ছে। আমরা আইপ্যাকের সদস্যদের সঙ্গে দেখা করার আপ্রাণ চেষ্টা করব।’ একই কথা বলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও। তাঁর দাবি, গণতান্ত্রিক দেশে যদি একজন আরেকজনের সঙ্গে দেখা করতে না পারে, তাহলে তা সাংঘাতিক। অন্যদিকে, গতকাল ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার আইপ্যাকের সদস্যদের আটকে রাখার কড়া নিন্দা করেছিলেন। সেই প্রসঙ্গে ব্রাত্য বসু বলেন, ‘বামেদের এই বোধোদয় যত দ্রুত হয় ততই ভালো। তবে ত্রিপুরায় বিজেপির বিরুদ্ধে লড়ার শক্তি তৃণমূলেরই আছে।’ সূত্রের খবর, কয়েকদিনের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ত্রিপুরা যাবেন। আজ ব্রাত্য বসুও সে কথা জানিয়েছেন।
অন্যদিকে, আইপ্যাকের এই অভিযোগ প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘আমাদের রাজ্যে কৈলাশ জির বিরুদ্ধে মামলা হয়েছে, যোগীজির হেলিকপ্টার নামতে দেওয়া হয়নি। প্রশাসনিক পদে থাকা বিজেপি নেতাদের আটকে দেওয়া হয়েছে। আর এখন তো করোনা পরিস্থিতিতে যে কেউ যে কোনও রাজ্যে প্রবেশ করতে পারেন না। আরও পড়ুন: চব্বিশের সলতে পাকাচ্ছেন নেত্রী! ২ বছরের মাথায় ফের দশ জনপথে মমতা-সোনিয়া মুখোমুখি