TV9 Festival of India: দেশের সবচেয়ে বড় দুর্গাপুজোর সঙ্গে আন্তর্জাতিক লাইফস্টাইল এক্সপো, শুরু হল টিভি৯-র ‘ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া’

| Edited By: Sukla Bhattacharjee

Oct 20, 2023 | 11:42 PM

India's biggest Durga Puja: কেবল খাবার ও স্টলের বৈচিত্র্যতা নয়, মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে দেশের সবচেয়ে বড় দুর্গাপুজোয় দেবীর বোধন, সন্ধিপুজো, সিঁদুরখেলা যেমন থাকছে, তেমনই গরবা নাচেরও আয়োজন করা হয়েছে। অর্থাৎ দুর্গাপুজো যে সর্বজনীন, সেটাই তুলে ধরা হয়েছে এখানে। এই পুজো দেখতে হাজির হয়েছেন বিদেশি অতিথিরাও।

নয়া দিল্লি: দুর্গাপুজো শুধু বাংলার নয়, দুর্গাপুজো (Durga puja) হল সর্বজনীন। নয়া দিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে ‘ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া’ (Festival of India) অনুষ্ঠানের মাধ্যমে এটাই তুলে ধরেছে TV9 নেটওয়ার্ক। ইন্ডিয়া গেটের কাছে মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামেই হচ্ছে দেশের সবচেয়ে বড় দুর্গাপুজো। শুধু দুর্গাপুজো নয়, দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক লাইফস্টাইল এক্সপোও হয়েছে এখানে। শুক্রবার ষষ্ঠীর সন্ধ্যায় দেবীর বোধনের পর গোটা চত্বর ঘুরে দেখলেন টিভি৯ নেটওয়ার্কের MD বরুণ দাস-সহ অন্য কর্মকর্তারা। ছিলেন BJP সাংসদ মনোজ তিওয়ারিও।

দেশের সবচেয়ে বড় দুর্গাপুজোর সঙ্গে সবচেয়ে বড় আন্তর্জাতিক লাইফস্টাইল এক্সপো মিলিয়ে দেশের সবচেয়ে বড় ফেস্টিভ্যাল হয়ে উঠেছে TV9 নেটওয়ার্কের উদ্যোগে আয়োজিত ‘ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া’। এখানে এলে আর কোথাও যাওয়ার প্রয়োজন নেই। গোটা দেশের সমস্ত প্রদেশের বিশেষ-বিশেষ খাবারের স্টল হয়েছে এখানে। এছাড়া গাড়ি থেকে শুরু করে জামাকাপড়, অত্যাধুনিক গ্যাজেট, ইলেকট্রনিক সামগ্রী, আসবাবপত্র, হোম অ্যাপ্লায়েন্সেস-সহ ঘর সাজানোর ছোট শো-পিস, সব ধরনের সামগ্রীর স্টল বসেছে এখানে। বলা যায়, গোটা দেশের বিভিন্ন প্রদেশের শিল্প-সংস্কৃতি তুলে ধরা হয়েছে বিভিন্ন স্টলে। আবার ইতালি, তুরস্ক, ইরান, আফগানিস্তান, থাইল্যান্ড থেকে শুরু করে আরও অনেক দেশের বিভিন্ন সামগ্রীর প্রদর্শনীর আয়োজন করা হয়েছে এই আন্তর্জাতিক লাইফস্টাইল এক্সপোতে। সবমিলিয়ে, আন্তর্জাতিক মানের উৎসব হয়ে উঠেছে এই ‘ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া’। তাই এখানে এলে আর অন্য কোথাও যাওয়ার প্রয়োজন হবে না।

কেবল খাবার ও স্টলের বৈচিত্র্যতা নয়, মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে দেশের সবচেয়ে বড় দুর্গাপুজোয় দেবীর বোধন, সন্ধিপুজো, সিঁদুরখেলা যেমন থাকছে, তেমনই গরবা নাচেরও আয়োজন করা হয়েছে। অর্থাৎ দুর্গাপুজো যে সর্বজনীন, সেটাই তুলে ধরা হয়েছে এখানে। এই পুজো দেখতে হাজির হয়েছেন বিদেশি অতিথিরাও।

Published on: Oct 20, 2023 11:08 PM