শ্রীনগর: ফের উত্তপ্ত জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা (Pulwama)। সূত্রের খবর, বুধবার সকাল থেকেই গুলির লড়াই চলছে দক্ষিণ কাশ্মীরের টিকন (Tiken) বাটপোরায়। সিআরপিএফ-এর ১৮২বি ব্যাটালিয়ন এবং জম্মু ও কাশ্মীর পুলিসের দল অপারেশনে রয়েছে। ইতিমধ্যেই এনকাউন্টারে দুই জঙ্গি নিকেশের খবর পাওয়া যাচ্ছে। তাদের পরিচয় এখনও জানা যায়নি।
Jammu & Kashmir: Two unidentified terrorists killed in an encounter with security forces at Tiken area of Pulwama. Operations still underway. More details awaited.
(Visuals deferred by unspecified time) pic.twitter.com/a7VFDynn1v
— ANI (@ANI) December 9, 2020
সূত্রের খবর, স্থানীয় টিকন গ্রামে ২-৩ জন জঙ্গি লুকিয়ে থাকার খবর পৌঁছয় সুরক্ষা বাহিনীর কাছে। এরপরই বুধবার ভোর পাঁচটা নাগাদ অপারেশন শুরু হয়। প্রথমে গোটা এলাকা ঘিরে ফেলে বাহিনী। এরপরই শুরু হয় তল্লাশি অভিযান। সে সময়ই লুকিয়ে থাকা জঙ্গিদের একজন গুলি চালায় বলে জানা যাচ্ছে। তারই পাল্টা জবাব দেন সেনারা। মৃত্যু হয় দুই জঙ্গির। এই গুলির লড়াইয়ে স্থানীয় এক বাসিন্দাও আহত হয়েছেন বলে সূত্রের খবর। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
#PulwamaEncounterUpdate: 02 unidentified #terrorists killed. #Operation going on. Further details shall follow. @JmuKmrPolice https://t.co/MySrLP6red
— Kashmir Zone Police (@KashmirPolice) December 9, 2020
ডিস্ট্রিক ডেভেলপমেন্ট কাউন্সিল (DDC)-এর ভোট চলছে জম্মু ও কাশ্মীরে। ভোট পর্ব শুরু হওয়ার পর এই প্রথম উত্তপ্ত হল দক্ষিণ কাশ্মীর। সেনাদের কাছে অবশ্য এরকম একটা আভাস ছিলই। সেইমতো প্রস্তুতও ছিলেন তাঁরা। বৃহস্পতিবার ডিডিসির পঞ্চম দফার ভোট। তার আগেই এই উত্তেজনা।