
নয়া দিল্লি: স্কুলগুলিতে শিশুদের বায়োমেট্রিক আপডেট শুরু হচ্ছে। আধার কাস্টোডিয়ান সংস্থার একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন যে UIDAI দু মাস পর থেকে এই কাজ শুরু করবে। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া (UIDAI)-র সিইও ভুবনেশ কুমার জানিয়েছেন যে ৭ কোটিরও বেশি শিশু আধারের জন্য তাদের বায়োমেট্রিক আপডেট করেনি। ৫ বছর বয়সের পরে এই আপডেট করা বাধ্যতামূলক। তাই এই প্ল্যান তৈরি করা হয়েছে।
UIDAI অভিভাবকদের সম্মতিতে স্কুলগুলির মাধ্যমে শিশুদের বায়োমেট্রিক আপডেট করার জন্য একটি প্রকল্প কাজ করছে। এটি ৪৫-৬০ দিনের মধ্যে প্রস্তুত হয়ে যাবে বলে জানা যাচ্ছে। শিশুদের বায়োমেট্রিক ডেটা যাতে নির্ভুল থাকে, তার জন্য বাধ্যতামূলক করা হয়েছে বায়োমেট্রিক আপডেট (MBU) সময়মতো করে নেওয়া।
স্কুলে ভর্তি, প্রবেশিকা পরীক্ষা, বৃত্তি থেকে শুরু করে সব ক্ষেত্রেই বায়োমেট্রিক গুরুত্বপূর্ণ। স্কুল এবং কলেজগুলিতে দ্বিতীয় MBU-এর জন্য একই প্রক্রিয়া এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। শিশুদের ১৫ বছর বয়স হওয়ার পরে করতে হয় সেটি।
বর্তমানে, নবজাতক এবং পাঁচ বছরের কম বয়সী শিশুদের আধার তাদের বায়োমেট্রিক্স ছাড়াই তৈরি করা হয়। কিন্তু শিশুরা সঠিক সময়ে সমস্ত সুবিধা যাতে পায়, তার জন্য বায়োমেট্রিক আপডেট করা জরুরি। এই প্রকল্পের অধীনে, UIDAI প্রতিটি জেলায় বায়োমেট্রিক মেশিন পাঠাবে, যা এক স্কুল থেকে অন্য স্কুলে ঘোরানো হবে।