
বেঙ্গালুরু: ইসরোর একটা অধ্যায়ের সমাপ্তি। শুক্রবার নিজের বাড়িতেই ৮৪ বছর বয়সে প্রয়াত হলেন ইসরোর প্রাক্তন চেয়ারম্যান কৃষ্ণস্বামী কস্তুরীরঙ্গন। নিজের বেঙ্গালুরুর বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিগত কয়েক বছর যে সাফল্য চূড়ায় পৌঁছে গিয়েছে ইসরো, তার নেপথ্যে অনেকটাই হাত রয়েছে এনার। ভারতের প্রথম চন্দ্র অভিযানের জন্য প্রয়োজনীয় PSLV ও GSLV তৈরি করেছিলেন ইসরোর এই চেয়ারম্যানই। এমনকি, চন্দ্রযান ১-এর জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেওয়া হয়েছিল তাঁর উদ্যোগেই।
তবে ইসরোর চেয়ারম্যানের দায়িত্ব সামলানোই শুধু নয়। ২০২০ সালে তৈরি করা নয়া শিক্ষানীতিরও প্রবক্তা হলেন কস্তুরীরঙ্গন। শিক্ষানীতিতে তাঁর হাত ধরেই এসেছে যুগান্তকারী বদল। রবিবার সেই সূত্র ধরেই শেষকৃত্য অনুষ্ঠানে প্রাক্তন চেয়ারম্যানের বাড়িতে গেলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
সেই অনুষ্ঠানে যোগ দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘কস্তুরীরঙ্গন আমাদের দেশের একজন অমূল্য রত্ন ছিলেন। তিনি যতটাই রাষ্ট্রবাদী, ঠিক ততটাই বিজ্ঞান মনষ্ক ছিলেন। তাঁর মৌলিক জ্ঞানের কোনও তুলনা হয় না। বলা যেতে পারে, ইসরোকে তিনি যে জায়গায় নিয়ে গিয়েছিলেন, তা কার্যত প্রশ্নাতীত।’ মন্ত্রীর সংযোজন, ‘উনি যে নিজের জীবনকে শুধু ইসরোতেই সীমিত রেখেছিলেন এমটা কিন্তু মোটেই নয়। ইসরো পর্বের পর রাজ্যসভায় যোগদান। এমনকি, নিজের বার্ধক্য়কালীন সময়েও প্রধানমন্ত্রীর অনুরোধে তিনি শিক্ষানীতি তৈরি করার কাজেও নিযুক্ত হয়েছিলেন। ওনার মার্গদর্শনেই নয়া শিক্ষানীতি তৈরি করা হয়েছে ও পরবর্তীতে নানা রাজ্যে বাস্তবায়িত করা হয়েছে। আমি বিশ্বাস করি, আত্মা অমর হয়। আমার ধারণা, তিনি আবার ফিরে আসবেন। যে কোনও উপায়ে ভারতের সেবা করে যাবেন।’
#WATCH | Bengaluru, Karnataka: On the demise of former ISRO chief Dr K Kasturirangan, Union Minister Dharmendra Pradhan says, “Kasturirangan was a priceless gem of our country. He established many new values and heights, especially in the world of science, education and social… pic.twitter.com/lkGnpGA63K
— ANI (@ANI) April 27, 2025