Prahlad Patel: ভয়াবহ দুর্ঘটনার মুখে কেন্দ্রীয় মন্ত্রী, প্রচার সেরে ফেরার পথেই ঘটল বিপদ

Prahlad Patel: এক পদযাত্রায় অংশ নিতে গিয়েছিলেন মন্ত্রী। ফেরার পথে নিয়ন্ত্রণ হারায় তাঁর গাড়ি। বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

Prahlad Patel: ভয়াবহ দুর্ঘটনার মুখে কেন্দ্রীয় মন্ত্রী, প্রচার সেরে ফেরার পথেই ঘটল বিপদ
প্রহ্লাদ পটেল (ফাইল ছবি)Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Nov 07, 2023 | 5:35 PM

নয়া দিল্লি: বিধানসভা নির্বাচনের প্রচার সেরে ফেরার সময় দুর্ঘটনার মুখে পড়লেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ পটেল। মঙ্গলবার মধ্যপ্রদেশে ভোটের প্রচারে অংশ নিতে গিয়েছিলেন কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের প্রতিমন্ত্রী প্রহ্লাদ পটেল। খাকরা চৌরাইয়ের কাছে সিমাগোড়ি বাইপাসের ওপর দুর্ঘটনার কবলে পড়ে মন্ত্রীর গাড়ি। এক মোটর বাইক আরোহীকে বাঁচাতে গিয়েই মন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারায় বলে সূত্রের খবর। মন্ত্রী সুস্থ আছেন বলে জানা গিয়েছে। তবে আহত হয়েছেন বেশ কয়েকজন।

মধ্যপ্রদেশের আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী হিসেবে লড়ছেন প্রহ্লাদ পটেল। ছিন্দওয়াড়া ও নরসিংহপুর- এই দুই কেন্দ্র থেকে ভোটে লড়বেন তিনি। তাই বর্তমানে প্রচারের কাজে অত্যন্ত ব্যস্ত আছেন তিনি। এদিন গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে বেরিয়ে যায়। সামান্য চোট পেলেও তেমন আঘাত লাগেনি কেন্দ্রীয় মন্ত্রীর। গাড়িতে থাকা বাকি যাত্রীরা আহত হয়েছেন। তবে এভাবে মন্ত্রীর গাড়ি দুর্ঘটনার কবলে পড়ায় পথ সুরক্ষা নিয়ে উঠেছে প্রশ্ন।

সোমবার দলের অন্যতম প্রার্থী বিবেক বান্টি সাহুর সমর্থনে এক পদযাত্রায় অংশগ্রহণ করেছিলেন প্রহ্লাদ পটেল। এদিনই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মধ্যপ্রদেশ নির্বাচন নিয়ে মন্ত্রী বলেন, ‘২০২৩-এ আমি ২০০৩-এর পুনরাবৃত্তি আশা করছি।’ উল্লেখ্য, ২০০৩ সালে ১০ বছরের কংগ্রেস শাসনে পতন ঘটিয়ে ক্ষমতায় এসেছিল বিজেপি। সে বার ২৩০টি বিধানসভা আসনের মধ্যে ১৭৩টি আসন পেয়েছিল বিজেপি।