রামোজি রাওয়ের শেষকৃত্যে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসাবে থাকবেন কিষেণ রেড্ডি
রামোজি রাওয়ের মৃত্যুতে শোকপ্রকাশ করেছন দেশের প্রথম সারির ব্যক্তিত্বরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক প্রকাশ করেছেন। এ নিয়ে এক্স হ্যান্ডলে পোস্টও করেন। রামোজি রাওয়ের শেষকৃত্য অনুষ্ঠানে হাজির থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী জি কিষেণ রেড্ডি।
দেশের সংবাদমাধ্যম এবং ফিল্ম প্রযোজনার দুনিয়ায় অবিস্মরণীয় নাম রামোজি রাও প্রয়াত হয়েছেন শনিবার ভোরে। হায়দরাবাদের একটি হাসপাতালে শনিবার ভোর ৩টে ৪৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দেশের সবথেকে বড় ফিল্ম সিটি রামোজি ফিল্ম সিটির প্রতিষ্ঠাতা তিনি। তাঁর মৃত্যুতে স্বাভাবিকভাবেই নেমে এসেছে শোকের ছায়া।
রামোজি রাওয়ের মৃত্যুতে শোকপ্রকাশ করেছন দেশের প্রথম সারির ব্যক্তিত্বরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক প্রকাশ করেছেন। এ নিয়ে এক্স হ্যান্ডলে পোস্টও করেন। রামোজি রাওয়ের শেষকৃত্য অনুষ্ঠানে হাজির থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী জি কিষেণ রেড্ডি। তিনি হায়দরাবাদে নেমেই পৌঁছে গিয়েছেন রামোজি ফিল্ম সিটিতে। তিনি রামোজি রাওয়ের শেষকৃত্য অনুষ্ঠানে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিত্ব করবেন।
রামোজি রাও হায়দরাবাদের অন্যতম অগ্রগণ্য ব্যবসায়ী। তিনি একাধারে ব্যবসায়ী, মিডিয়া উদ্যোগপতি ও চলচ্চিত্র প্রযোজক। রামোজি গ্রুপেরও প্রধান তিনি। তাঁর নেতৃত্বেই রামোজি ফিল্ম সিটি দেশের সবথেকে বড় ফিল্ম সিটি হয়ে ওঠে। এর পাশাপাশি ইটিভি, এনাড়ুর মতো সংবাদমাধ্যমের জন্মও তাঁর হাতেই।