উদ্ভট! গাড়ি কেনার জন্য সদ্যোজাতকে বিক্রি করে দিলেন উত্তর প্রদেশের দম্পতি
দেড় লক্ষ টাকায় শিশুটিকে (Baby) বিক্রি (Buy) করা হয়েছে এক ব্যবসায়ীর কাছে
নয়া দিল্লি: এক মর্মস্পর্শী ঘটনার সাক্ষী থাকল উত্তর প্রদেশের (Uttar Prades) কনৌজ জেলা। এখানে এক দম্পতির (Couple) বিরুদ্ধে সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার জন্য নিজেদের সদ্যোজাত সন্তানকে বিক্রি করার অভিযোগ উঠল।
টাইমস অফ ইন্ডিয়ার একটি খবরে বলা হয়েছে, দিদা এবং দাদু সদ্যজাত নাতিকে এক ব্যবসায়ীর কাছে দেড় লক্ষ টাকায় বিক্রি করার অভিযোগ তুলেছে। অভিযোগের তির বাবা মেয়ের দিকে। এই নিয়ে গত ১৩ মে বৃহস্পতিবার তিরওয়া কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয়।
পুলিশ জানিয়েছে, দাদু দিদার কথা অনুযায়ী তিন মাসের শিশুটিকে এক ব্যবসায়ীর কাছে দেড় লক্ষ টাকায় বিক্রি করা হয়েছে, একটি চার চাকার গাড়ি কেনার জন্য।
কোতোয়ালি থানার ইনস্পেক্টর শৈলেন্দ্র কুমার মিশ্র বলেন, “শিশুটি এখনও ব্যবসায়ীর কাছে রয়েছে। আমরা শুক্রবার মহিলা এবং তার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছি।”