Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Wife Murdered Husband: পরিবার জোর করে বিয়ে দিয়েছিল! ‘অনুরাগের টানেই’ দু’সপ্তাহের মাথায় স্বামীকে ‘মেরে ফেললেন’ স্ত্রী

Wife Murdered Husband: অনুরাগকে হারিয়ে শোকাহত প্রগতী। বুঝতে পারছেন কী করবে। তখনই নিজের প্রেমিকের দেখা করে ছকে ফেলেন স্বামীকে 'হটিয়ে' দেওয়ার পরিকল্পনা।

Wife Murdered Husband: পরিবার জোর করে বিয়ে দিয়েছিল! 'অনুরাগের টানেই' দু'সপ্তাহের মাথায় স্বামীকে 'মেরে ফেললেন' স্ত্রী
প্রগতী ও দিলীপImage Credit source: X
Follow Us:
| Updated on: Mar 25, 2025 | 9:52 AM

লখনউ: বিয়ের দু’সপ্তাহের মাথায় স্বামীকে খুন করল স্ত্রী। ঘটনা উত্তরপ্রদেশের আউরিয়া জেলার। চলতি মাসের ৫ তারিখে দিলীপ যাদব নামে স্থানীয় এক যুবকের সঙ্গে বিয়ে হয় প্রগতী যাদবের। কিন্তু, দিন পনেরো কাটতেই সেই স্ত্রীয়ের হাতেই মৃত্যু হল দিলীপের।

কিন্তু কেন এমন কাণ্ড ঘটালেন প্রগতী?

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত চার বছর ধরে অনুরাগ নামে এলাকারই এক যুবকের সঙ্গে সম্পর্ক ছিল প্রগতীর। বাড়িতেও সেই কথা জানিয়েছিল সে। কিন্তু মেয়ে প্রেম করছে, এই ব্যাপারটা কোনও মতেই মেনে নিতে পারেনি পরিবার। তড়িঘড়ি দিলীপের সঙ্গে বিয়ের আয়োজন করে ফেলে প্রগতীর। কার্যত, জোর করেই প্রগতীকে বিয়ে দিয়ে দেয় পরিবার।

এদিকে, অনুরাগকে হারিয়ে শোকাহত প্রগতী। বুঝতে পারছেন কী করবে। তখনই নিজের প্রেমিকের দেখা করে ছকে ফেলেন স্বামীকে ‘হটিয়ে’ দেওয়ার পরিকল্পনা। ভাড়া করে সুপারি কিলার। তারপর তার হাতেই সপে দেন দিলীপের ‘মৃত্যুর দড়ি’।

গত বুধবার আউরিয়ারই একটি পরিত্যক্ত এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় দিলীপকে উদ্ধার করে পুলিশ। তখনও প্রাণ ছিল তার দেহে। সঙ্গে সঙ্গে স্থানীয় একটি স্বাস্থ্যকেন্দ্রে দিলীপকে নিয়ে যাওয়া হয়। গুরুত্বরভাবে জখম হওয়ায় দিলীপকে রেফার করে দেওয়া হয় অন্য হাসপাতালে। দেরি না করে তার পরিবার তাকে নিয়ে যায় মধ্যপ্রদেশের এক নামজাদা বেসরকারি হাসপাতালে। কিন্তু তাতেও প্রাণরক্ষা হয়নি দিলীপের। ২৪ ঘণ্টার যন্ত্রণার পর অবশেষে বৃহস্পতিবার মৃত্যু হয় তার।

এরপরই সাহার থানায় দায়ের হয় খুনের মামলা। তদন্তে নেমে কার্যত অবাক হয়ে যায় পুলিশ। জানতে পারে, দিন পনেরো আগে বিয়ে করা স্ত্রীয়ের পরিকল্পনাতে মৃত্যু হয়েছে তার। ইন্ধন জুগিয়েছে তার প্রেমিক। ইতিমধ্যে এই ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

সল্ট পেরেছিলেন, ডিজে ব্র্যাভোর ভরসা কুড়োবেন নতুন নাইট!
সল্ট পেরেছিলেন, ডিজে ব্র্যাভোর ভরসা কুড়োবেন নতুন নাইট!
গরীব ক্যাপ্টেন আর এক বিতর্কিত ক্রিকেটারের আশ্চর্য কাহিনি!
গরীব ক্যাপ্টেন আর এক বিতর্কিত ক্রিকেটারের আশ্চর্য কাহিনি!
পঞ্জাবে 'জন্ম', দিল্লিতে বেড়ে উঠছেন আরও এক ফিনিশার!
পঞ্জাবে 'জন্ম', দিল্লিতে বেড়ে উঠছেন আরও এক ফিনিশার!
বৈঠকে বসেছে Bajaj, Tata, Maruti Suzuki! আসছে কোনও দারুণ খবর?
বৈঠকে বসেছে Bajaj, Tata, Maruti Suzuki! আসছে কোনও দারুণ খবর?
সামান্য বাড়ল নিফটি ৫০ ও সেনসেক্স, ধসে গেল নিফটি নেক্সট ৫০ সূচক!
সামান্য বাড়ল নিফটি ৫০ ও সেনসেক্স, ধসে গেল নিফটি নেক্সট ৫০ সূচক!
গিলের পয়া মাঠ, চ্যাম্পিয়ন ক্যাপ্টেন শ্রেয়স! কে কোথায় এগিয়ে?
গিলের পয়া মাঠ, চ্যাম্পিয়ন ক্যাপ্টেন শ্রেয়স! কে কোথায় এগিয়ে?
প্রীতির ভাগ্য ফেরাবেন 'চ্যাম্পিয়ন' শ্রেয়স?
প্রীতির ভাগ্য ফেরাবেন 'চ্যাম্পিয়ন' শ্রেয়স?
আন্তর্জাতিক ক্রিকেটে ক্রমশ হারিয়ে যাচ্ছেন, ফিরবে মিঞাঁর রাজ!
আন্তর্জাতিক ক্রিকেটে ক্রমশ হারিয়ে যাচ্ছেন, ফিরবে মিঞাঁর রাজ!
'পয়লা' অবিনাশ, প্রতিপক্ষের সর্বনাশ! পন্টিংয়ের পঞ্জাবের নতুন ভরসা
'পয়লা' অবিনাশ, প্রতিপক্ষের সর্বনাশ! পন্টিংয়ের পঞ্জাবের নতুন ভরসা
কয়েক দিনেই এসেছে লক্ষ-লক্ষ, কোটি-কোটি টাকা! মালামাল করেছে ভারতের বাজার
কয়েক দিনেই এসেছে লক্ষ-লক্ষ, কোটি-কোটি টাকা! মালামাল করেছে ভারতের বাজার