
নয়াদিল্লি: হল না স্বপ্নপূরণ। শপিং মলে গিয়ে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু UPSC পরীক্ষার্থীর। শুক্রবার সন্ধেয় দিল্লির করোল বাগের শপিং মলে অগ্নিকাণ্ডের ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। একজন মারা গিয়েছেন আগুনে পুড়ে। অন্যজন, সেই সময় লিফ্টে আটকা পড়েছিলেন। সেখানেই পরে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, লিফটে আটকে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হওয়া যুবকের নাম ধীরেন্দ্র প্রসাদ। তিনি UPSC পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। শুক্রবার শপিং মলে যখন আগুন লাগে সেই সময় লিফটে ছিলেন ওই যুবক। অগ্নিকাণ্ডের ঘটনায় প্রথমে শট সার্কিট। তারপরই নির্দিষ্ট ফ্লোরে আসার আগেই আটকে যায় লিফটি। খোলে না দরজা। এদিকে ধীরে ধীরে শপিং মলের একাংশ গ্রাস করছে লেলিহান আগুনের শিখা। যার ধোঁয়ায় রীতিমতো শ্বাসকষ্ট শুরু হয় ধীরেন্দ্রর।
ভিতর থেকে প্রাণে বাঁচানোর আর্জিতে চিৎকার করে সে। কিন্তু কারওর কানেই কথা পৌঁছয় না। এমনকি, বাঁচার জন্য বেশ কয়েক জন ফোন করার চেষ্টা করে ধীরেন্দ্র। কিন্তু তাতেও কোনও লাভ হয় না। সবশেষে নিজের ভাইকে মেসেজ করে। যদি সে একবার দেখে। যদি তাকে বাঁচাতে আসে। এই ভাবেই কেটে যায় ঘণ্টার পর ঘণ্টা। সময় মতো উদ্ধার হন না সেই যুবক। পরিণতি মৃত্যু।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অগ্নিকাণ্ডের ৮ ঘণ্টা পর শনিবার লিফট ভেঙে ধীরেন্দ্রর দেহ উদ্ধার করে দমকল বাহিনী। তার ফোনে মেলে ভাইকে পাঠানো শেষ মেসেজটা। যেখানে তিনি লিখেছেন, ‘ভাই আমি লিফটে আটকে গিয়েছি। একদম শ্বাস নিতে পারছি না। দয়া করে আমায় বাঁচাতে আয়…’