Modi-Vance Meet: সোমে মোদী-ভান্স বৈঠক! ট্রাম্পের এই ‘ডান হাতের’ সঙ্গে রয়েছে ভারত ও হিন্দু-যোগ

Modi-Vance Meet: ট্রাম্পের শুল্ক-বাণে যখন পায়ের তলায় মাটি খুঁজে পাচ্ছে না গোটা বিশ্ব, সেই আবহে এই বৈঠক যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।

Modi-Vance Meet: সোমে মোদী-ভান্স বৈঠক! ট্রাম্পের এই ডান হাতের সঙ্গে রয়েছে ভারত ও হিন্দু-যোগ
মোদী ও জেডি ভান্সImage Credit source: PTI

|

Apr 20, 2025 | 5:46 PM

নয়াদিল্লি: শুল্কনীতি নিয়ে যখন অস্থির গোটা বিশ্ব। সেই আবহেই সপরিবারে ভারতে আসছেন ট্রাম্পের ‘ডান হাত’ তথা আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। সোমবার সকালে দিল্লির পালাম বিমানবন্দরে নামবেন ভান্স। তবে জানেন কি ট্রাম্পের এই ‘ডান হাতের’ রয়েছে ‘ভারত-যোগ’।

জেডি ভান্সের স্ত্রী অর্থার মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় লেডি আসলে একজন ভারতীয় বংশোদ্ভূত। তাঁর নাম উষা চিলুকুরি ভান্স। আগামিকাল স্বামীর সঙ্গে দেশে পা রাখবেন তিনিও। একটি প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, জেডি ও উষার সম্পর্ক একেবারে ছোটবেলা থেকে। ভারতীয় বংশোদ্ভূত উষার বাবা আবার IIT মাদ্রাজের প্রাক্তন ছাত্র। ২০১৪ সালে মেয়ের সঙ্গে জেডি ভান্সের হাত এক করেন তিনি। সেই সময় হিন্দু রীতিনীতি মেনেই হয়েছিল তাদের বিয়ে।

সোমবার ভারতে নামার পরেই সপরিবারে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে নৈশভোজে যাবেন ভান্স। সূত্রের খবর, সেই খাওয়া-দাওয়া পর্বের আগে দ্বিপাক্ষিক বৈঠকেও বসতে পারেন মোদী-ভান্স। ট্রাম্পের শুল্ক-বাণে যখন পায়ের তলায় মাটি খুঁজে পাচ্ছে না গোটা বিশ্ব, সেই আবহে এই বৈঠক যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।

কী কী বিষয়ে আলোচনা হতে পারে?

শুল্কনীতিতে আপাতত ৯০ দিনের স্থগিতাদেশ চাপিয়েছেন ট্রাম্প। এই আবহে নতুন করে ‘বাঁচার’ অক্সিজেন পেয়েছে ভারত। প্রশাসনিক সূত্রে খবর, এই ৯০ দিনকে কাজে লাগাতেই নানা পর্যায়ে বৈঠক চালাচ্ছে নয়াদিল্লি। একদিকে মুক্ত অর্থনীতির কথা চিন্তা করে ইউরোপের সঙ্গে হাত মিলিয়ে বাণিজ্যিক মুক্তাঞ্চল তৈরির চেষ্টা করছে নয়াদিল্লি। অন্যদিকে, আবার যেন হাতছাড়া না হয় ট্রাম্প। সেই কথাটা মাথায় রেখেই তাদের প্রশাসনের সঙ্গে নানা স্তরে বাণিজ্যিক বৈঠক চালাচ্ছে নয়াদিল্লি। আর এই আবহেই এবার ভারতে আসছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স।

যাবেন জয়পুর ও আগ্রাতেও

সোমে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সেরে মঙ্গলবার ঘুরতে বেড়াবে ভান্স পরিবার। প্রশাসনিক সূত্রে খবর, ওই দিন তারা যাবেন রাজস্থান। সেখানকার একাধিক ঐতিহাসিক স্থল ঘুরে দেখবেন জেডি ভান্স, উষা ভান্স ও তাদের তিন সন্তান। তারপর বুধবার রাজস্থান হয়ে পৌঁছে যাবে আগ্রায়। দেখবেন তাজমহলও।