Uttar Pradesh: দেনায় ডুবে ‘ঘরছাড়া’ স্বামী! নিখোঁজ বরকে খুঁজতেই সোশ্যাল মিডিয়ায় আকুতি স্ত্রীর
Uttar Pradesh: পরিবার তরফে জানা গিয়েছে, সেদিন সন্ধ্যায় হঠাৎ করে বাড়ি ছেড়ে বেরিয়ে যান পুষ্পেন্দ্র। প্রথমে সবাই ভাবে, প্রতিদিনের মতোই হয়তো হাঁটতে বেরিয়েছে সে। কিন্তু রাত হলেও আর ফেরে না পুষ্পেন্দ্র।

লখনউ: স্বামীর অনলাইন গেম খেলার নেশা। সেই নেশা এতটাই যে তার তোড়ে এবার ঘর ছেড়েছে সে। ফলত চিন্তায় স্ত্রী, ভুলেছে নাওয়া-খাওয়া। ঘটনা উত্তরপ্রদেশের বরেলির। বুধবার রাত থেকে নিখোঁজ হয়েছেন স্থানীয় এক সরকারি স্কুলের শিক্ষক পুষ্পেন্দ্র গাংওয়ার। ইতিমধ্যে থানায় দায়ের হয়েছে নিখোঁজ মামলা।
পরিবার তরফে জানা গিয়েছে, সেদিন সন্ধ্যায় হঠাৎ করে বাড়ি ছেড়ে বেরিয়ে যান পুষ্পেন্দ্র। প্রথমে সবাই ভাবে, প্রতিদিনের মতোই হয়তো হাঁটতে বেরিয়েছে সে। কিন্তু রাত হলেও আর ফেরে না পুষ্পেন্দ্র। তখনই বাড়ে চিন্তা। স্নায়ুচাপ সহ্য করতে না পেরে মধ্যরাতে থানায় গিয়েই পুষ্পেন্দ্রর নিখোঁজ অভিযোগ দায়ের পরিবার। ওই স্কুল শিক্ষক অনেকবার ফোন করা হলেও, তা আপাতত বন্ধই আসছে বলে খবর।
হঠাৎ কেন বাড়ি ছাড়লেন শিক্ষক? পরিবার তরফে জানা গিয়েছে, পুষ্পেন্দ্রর তীব্র অনলাইন গেম খেলার নেশা ছিল। আর সেই নেশার তোড়েই সমস্ত জমানো পুঁজি খুইয়েছেন তিনি। বাজারেও নাকি অনেক টাকার ঋণ হয়ে গিয়েছে পুষ্পেন্দ্রর। সেই নিয়ে বেশ কয়েকদিন ধরেই চিন্তিত থাকতেন তিনি। তারপরেই এমন কাণ্ড।
নাওয়া-খাওয়া ভুলেছে স্ত্রী
পুষ্পেন্দ্রর অনুপস্থিতিতে নাওয়া-খাওয়া ভুলেছে তার স্ত্রী। পুলিশ তো খুঁজে পাচ্ছে না, তাই তিনিই বেরিয়ে পড়েছেন খুঁজতে। তাও আবার সমাজমাধ্যমে। স্বামীকে খুঁজতে নিজের সমাজমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করেছেন পুষ্পেন্দ্রর স্ত্রী। তাতে তিনি বলছেন, ‘আমি জানি না কী অবস্থায় রয়েছ তুমি। কিন্তু যেখানেই থাক, বাড়ি ফিরে আসো। আমি আর তোমার সন্তানরা, তোমাকে ছাড়া বাঁচব না। সবাই খুব চিন্তিত।’





