Uttar Pradesh: রেলের চাকরি ‘হাতাতে’ স্বামীকে খুন স্ত্রীয়ের, পাততে চেয়েছিলেন নতুন সংসারও

Uttar Pradesh: জেরায় শিবানি পুলিশের কাছে স্বীকার করেছেন এই খুন তাঁরই করা। এমনকি, এই কাজে একজনের সাহায্য নিয়ে ছিলেন বলেও পুলিশের কাছে স্বীকার করেছে সে। কিন্তু কোন রোষে স্বামীকে খুন করল শিবানী?

Uttar Pradesh: রেলের চাকরি হাতাতে স্বামীকে খুন স্ত্রীয়ের, পাততে চেয়েছিলেন নতুন সংসারও
অভিযুক্ত স্ত্রীImage Credit source: X

|

Apr 08, 2025 | 2:09 PM

লখনউ: স্বামী রেলকর্মী। তাই চাকরি হাতাতে তাঁকেই ‘খুন’ করল স্ত্রী। ঘটনা উত্তরপ্রদেশের বিজনৌর এলাকার। গত শুক্রবার সেখানে মৃত্যু হয় ভারতীয় রেলওয়েতে কর্মরত এক টেকনিশিয়ানের। নাম দীপক কুমার।

স্বামীর মৃত্যুর পর স্ত্রী তাঁর পরিবারকে জানায়, প্রথমে হঠাৎ করেই মাথা ঘুরে পড়ে যায়। তারপর হৃদযন্ত্র বিকল হয়ে পড়ে দীপকের। আর তাতেই মৃত্যু হয় তাঁর। দীপকের মৃত্যু নিয়ে তাঁর স্ত্রীয়ের বয়ান মেনে নিলেও, মনে সন্দেহর একটা রেশ থেকেই যায় পরিবারের। আর সেই সন্দেহের ভিত্তিতে দীপকের দেহ ময়নাতদন্তে পাঠানোর অনুরোধ করে তাঁর পরিবার।

মৃত্যুর দিন কয়েকের মাথায় হাতে আসে ময়নাতদন্তের রিপোর্ট। আর তাতেই হুলস্থুল পড়ে গিয়েছে বিজনৌরের কুমার পরিবারে। সেই রিপোর্টে উঠে আসে শ্বাসরোধ করে খুন করা হয়েছে দীপককে। তার ভিত্তিতেই তদন্তে নামে পুলিশ। গ্রেফতার করা হয় স্ত্রী শিবানিকে।

জেরায় শিবানি পুলিশের কাছে স্বীকার করেছেন এই খুন তাঁরই করা। এমনকি, এই কাজে একজনের সাহায্য নিয়ে ছিলেন বলেও পুলিশের কাছে স্বীকার করেছে সে। কিন্তু কোন রোষে স্বামীকে খুন করল শিবানী? পুলিশ সূত্রে খবর, বিয়ের আগে থেকেই অন্য এক জনের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল শিবানি। দীপকের সঙ্গে বিয়ে করেছিলেন তাঁর রেলের চাকরির কথা শুনে। সেই সময়ই নাকি খুনের পরিকল্পনা কষে নিয়েছিলেন শিবানি। দীপককে মেরে তার সরকারি চাকরি হাতিয়ে আবার ফিরে যাবেন প্রেমিকের কাছে। কিন্তু তার আগেই শিবানির ঠাঁই হল হেফাজতে। পুলিশের অনুমান, সম্ভবত এই খুনের ঘটনায় সেই প্রেমিকও সাহায্য করেছে শিবানিকে।